shono
Advertisement

২ দিন পার, এখনও স্বরূপ বিশ্বাসের বাড়িতে জারি আয়কর তল্লাশি

বুধবার সকাল থেকে চলছে তল্লাশি।
Posted: 10:12 AM Mar 22, 2024Updated: 10:15 AM Mar 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ দিন পার। এখনও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে চলছে আয়কর বিভাগের তল্লাশি। দফায় দফায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। স্বরূপপত্নী জুঁই বিশ্বাসের অফিসেও হানা আয়কর বিভাগের।

Advertisement

বুধবার সকালে নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তাঁরা ঘিরে ফেলে বাড়ি। শোনা যাচ্ছে, আয়কর ফাঁকি ও আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। আয়-ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা। বুধবার থেকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে মন্ত্রীর ভাইকে। আয়কর বিভাগের আধিকারিকরা কথা বলেন স্বরূপ পত্নী জুঁই বিশ্বাসের সঙ্গেও। রাতভর সেই তল্লাশি চলে। বুধের পর বৃহস্পতিবার রাতেও আয়কর কর্তারা ছিলেন সেখানেই। শুক্রবার সকালেও চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

[আরও পড়ুন: প্রায় ১০০ ঘণ্টা পর গার্ডেনরিচের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শেরুর দেহ, মৃত বেড়ে ১১]

তবে এই তল্লাশিতে কী নথি মিলেছে, বা কোন তথ্য প্রকাশ্যে এসেছে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর হানার পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি। শুক্রবার সকালে বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল ওই মন্ত্রীর। মনে করা হচ্ছে, সেই মামলা সংক্রান্ত কারণেই এই হানা।

[আরও পড়ুন: মধ্যাহ্নভোজ রাজনীতি! ভোটের ময়দানে ডিম-ভাত বনাম মাছ-ভাতে লড়াইয়ে সরগরম পুরুলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement