shono
Advertisement

বেল-রোনাল্ডো যেন মহাকাব্যিক চরিত্র

ফরাসি মিডিয়ার কাছে এখন পর্তুগাল বনাম ওয়েলসের সেমিফাইনালের লড়াই হয়ে উঠেছে হট কেক৷ এই ম্যাচের প্রচার যেন বেশি করে করতে চাইছে তারা৷ The post বেল-রোনাল্ডো যেন মহাকাব্যিক চরিত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Jul 04, 2016Updated: 03:08 PM Jul 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘গোল্ডেন’ বয়৷ হাতে দশ হাজার ইউরোর ঘড়ি, চোখে দু’হাজার ইউরোর সানগ্লাস, কোমরে পাঁচশো ইউরোর ঝকঝকে বেল্ট৷ পাশে এসে দাঁড়ালে মনে হবে কোনও রাজপুত্রের আগমন হল৷ আরেকজন ‘বয় নেক্সট ডোর’৷ তিনিও রেকর্ড অর্থের মালিক৷ তবে একটু হলে সাদামাটা৷ এখনও পা-টা মাটিতে রেখে চলেছেন৷

Advertisement

বয় টু নেক্সট ডোর-এর পা এখন মাটিতে থাকার কথা নয়৷ ইউরোতে তিনি তারকা৷ ওয়েলসের মানুষের কাছে মাসিহার মতো৷ গ্যারেথ বেল তবুও জানেন, আসল লড়াইটা এখনও বাকি৷ সেখানে পাস করতে না পারলে সব লড়াই বৃথা৷ গোল্ডেন বয় রোনাল্ডোর সঙ্গে কিন্তু তাঁর মাদ্রিদেও একটা লড়াই চলে৷ রিয়াল রেকর্ড অঙ্কে সই করিয়েছিল বেলকে৷ তার পর থেকেই রোনাল্ডোর সঙ্গে তাঁর লড়াই শুরু৷ সেই লড়াই অবশ্য চোখে দেখা যায় না৷ তবে টের পান রিয়ালের সমর্থকরা৷ এবার সেই লড়াই সোজা ফ্রান্সে৷ ইউরো কাপের সেমিফাইনালে৷ গোল্ডেন বয় রোনাল্ডো কোনওমতেই জায়গা ছাড়বেন না৷ বেলও পিছিয়ে পড়তে রাজি নয়৷

ফরাসি মিডিয়ার কাছে এখন পর্তুগাল বনাম ওয়েলসের সেমিফাইনালের লড়াই হয়ে উঠেছে হট কেক৷ এই ম্যাচের প্রচার যেন বেশি করে করতে চাইছে তারা৷ তাতে নিজেদের দলের প্রচারে বাধা পড়লেও ক্ষতি নেই৷ এখন ফ্রান্সজুড়ে সব থেকে বেশি প্রচার পাচ্ছে রোনাল্ডো-বেলের লড়াই৷ তার জন্য পোস্টারও বানিয়েছে তারা৷ মহাকাব্যিক লড়াইয়ের মতো চেহারা দিতে চাইছে তারা৷ তার জন্য সেই পোস্টারে লেখা হয়েছে ‘জাজমেন্ট ডে৷’ বেল-রোনাল্ডো সেখানে মহাকাব্যিক চরিত্রের মতো৷ ব্যাপারটা আদতে যেন ফ্রেঞ্চ ক্লাসিক-এর মতো৷ পুরো বিষয়টাকে একটা নাটকের চেহারা দেওয়া হয়েছে৷

বড় ম্যাচের দু’দিন আগে রোনাল্ডো বরাবরের মতো ফুরফুরে৷ ফ্রান্সে তাঁকে নিয়ে উন্মাদনাও চরমে৷ রোনাল্ডোর আবার একটি গুণ হল, ভক্তদের কখনও হতাশ করেন না৷ এদিনও একজন মহিলা সমর্থক নিরাপত্তার বেড়াজাল টপকে চলে এসেছিলেন রোনাল্ডোর কাছে৷ আবদার ছিল, নিজের ফোনে রোনাল্ডোর সঙ্গে একটি সেলফি তুলবেন৷ ততক্ষণে নিরাপত্তাকর্মীরা তাঁকে ঘিরে ফেলেছেন৷ ধবস্তাধবস্তিও শুরু হয়ে গিয়েছে৷ রোনাল্ডো নিজেই থামিয়ে দিলেন পুলিশকর্মীদের৷ সেলফি হল৷ আনন্দে কেঁদে ফেললেন মেয়েটি৷ শুধু সেলফি নয়, সমর্থকদের বাড়িয়ে দেওয়া বলে সইও বিলোলেন দেদার৷ পরিস্থিতি যেন বুঝিয়ে দিচ্ছিল, কেন তিনি রোনাল্ডো! কেন তাঁকে নিয়ে এত উন্মাদনা! কেন তিনিই ফুটবলের গোল্ডেন বয়!

The post বেল-রোনাল্ডো যেন মহাকাব্যিক চরিত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement