shono
Advertisement

নতুন চমক আনছেন মিমি চক্রবর্তী, আশীর্বাদ চাইলেন সকলের কাছে

কী সেই সুখবর? The post নতুন চমক আনছেন মিমি চক্রবর্তী, আশীর্বাদ চাইলেন সকলের কাছে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Aug 28, 2019Updated: 06:36 PM Aug 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ অপেক্ষার পর অবেশেষে ইচ্ছে পূরণ হতে চলেছে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তাহলে কি প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়ের পর মিমিও নতুন কিছু শুরু করার কথা ভাবছেন? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আপাতত তাই বলছে। কোন নতুন শুরুয়াতের ইঙ্গিত দিলেন মিমি?

Advertisement

[আরও পড়ুন:  রানাঘাটের রানুকে ফ্ল্যাট উপহার সলমনের! পেলেন ‘দাবাং থ্রি’-তে প্লে-ব্যাকের প্রস্তাবও]

সদ্য আপলোড করা পোস্টেই অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। নতুন কিছু যে তিনি আনতে চলেছেন তার আভাস আগেই দিয়েছিলেন, তবে এবারের পোস্টে তা আরও স্পষ্ট হল। দীর্ঘ মিটিং, আলাপ আলোচনা এবং বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে তাঁর স্বপ্নের কাজের প্রথম ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মিমি চক্রবর্তী। তা কী মিমির সেই ‘ড্রিম প্রজেক্ট’? প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। খুব শিগগিরিই নিজের ইউটিউব চ্যানেল আনতে চলেছেন সাংসদ।

৩০ বছর বয়সেই পা রেখেছেন সংসদ ভবনে। তৃণমূলের তারকা প্রার্থী হিসেবে বিপুল ভোটে জিতেছেন যাদবপুর কেন্দ্র থেকে। সিনেমার কাজ থেকে আপাতত নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। দলীয় কাজকর্ম নিয়ে বেজায় ব্যস্ত। নিজস্ব সংসদীয় এলাকাতেও তাঁর নজরদারি রয়েছে সর্বত্র। সংসদের প্রথম অধিবেশনে হাজির হয়ে বাংলার সাংসদের ‘মৌনি মহাদেব’ তকমা ঘুচিয়েছেন। নিজের কেন্দ্রের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেছেন প্রথম দিনই। তারকা বলে কথা। তাই সাংসদ হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব সংসদীয় কেন্দ্রে আর তাঁর পায়ের ধূলো পড়বে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। উঠেছিল নানা অভিযোগও। শুধুমাত্র পুজো আসলেই ফিতে কাটার অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের। সাধারণত, এহেন চিন্তাধারাই পোষণ করেন অনেকে। ঠিক এমনটাই ভেবেছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ক্ষেত্রেও। তবে প্রচলিত সেসব ধ্যান-ধারণা বদলে দিয়েছেন মিমি নিজেই।

[আরও পড়ুন:  ‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানির জীবনী এবার বড়পর্দায়]

তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যক্তিজীবনে কেমন? তাঁকে নিয়ে আগ্রহ কিংবা কৌতূহল যে সীমাতীত হবে, সেটাই তো স্বাভাবিক। দলীয় কাজকর্ম কিংবা রাজনীতির ময়দানে সাংসদের নতুন কী কী পন্থা হতে পারে, তা জানার আগ্রহও অপরিসীম। কিন্তু সেই কৌতূহল মেটার রাস্তা কই? পথ দর্শালেন মিমি নিজেই। আর সেইজন্যই ইউটিউব চ্যানেল আনতে চলেছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।

The post নতুন চমক আনছেন মিমি চক্রবর্তী, আশীর্বাদ চাইলেন সকলের কাছে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement