shono
Advertisement

Jadavpur Student Death: যাদবপুরে বিজেপির সভায় রণক্ষেত্র, শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের হাতে ‘প্রহৃত’ বাম ছাত্ররা

শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো নিয়ে অশান্তি শুরু হয়।
Posted: 06:11 PM Aug 17, 2023Updated: 07:40 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুতে প্রতিবাদ সভা ঘিরে ফের ছাত্রদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ। বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরই বাঁধে ধুন্ধমার।

Advertisement

অভিযোগ, সেখান থেকে আচমকাই আরএফএস অর্থাৎ অতি-বাম ছাত্র সংগঠনের উপর হামলা চলে। কয়েকজন ছাত্রনেতাকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তার উপর চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হেলমেট দিয়েও মারধর করার জেরে রক্তাক্ত হন কয়েকজন। তাঁদের মধ্যে বেশি আঘাত লেগেছে সংগঠনের সদস্য  তথাগত রায়চৌধুরী, ইন্দ্রানুজ রায়ের। আক্রান্তদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের মারধর করে। 

[আরও পড়ুন: ‘প্রজাপতি’ বিতর্ক অতীত, সিনেমা হিট করাতে ‘দেব-মিঠুন’ ম্যাজিকই অস্ত্র? নতুন প্ল্যান সোহমের]

এক সদস্যের অভিযোগ, বিজেপির ছাত্র সংগঠনই হামলা চালিয়েছে। তাঁরা স্লোগান তুলেছেন, ”শুভেন্দু এখানে কেন এসেছেন, আয় বুঝিয়ে দেব।”  আক্রান্ত অতি-বাম তথা বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য তথাগত রায়চৌধুরীর বক্তব্য, ”এভাবে যাদবপুরে বিজেপি এবং তৃণমূল অশান্তিতে উসকানি দিচ্ছে। যতবার এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ খর্ব করার চেষ্টা হবে, ততবার আমরা এভাবে প্রতিরোধ করব।” বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো তিনি তাঁর স্পষ্ট দাবি, ”দেখিয়েছি কালো পতাকা। সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।” সংঘর্ষের জেরে যাদবপুর এইট বি-র মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সমস্যায় পড়ে আমজনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্রেপ্তার করা হয় তথাগত রায়চৌধুরীকে। 

[আরও পড়ুন: ‘কুকিদের জন্য ৫০০ কোটির তহবিল, পৃথক প্রশাসন’, মোদিকে চিঠি মণিপুরের বিধায়কদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement