shono
Advertisement

সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া।
Posted: 07:47 PM Sep 27, 2023Updated: 07:47 PM Sep 27, 2023

রমেন দাস: অবশেষে ডেঙ্গু (Dengue) নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুরের ছাত্রদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করল কর্তৃপক্ষ। হস্টেল আবাসিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসনে যাঁরা থাকেন, সকলের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর এবং ২ অক্টোবর ছুটির দিনেও চিকিৎসকের ব্যবস্থা থাকবে ক্যাম্পাসের মধ্যেই থাকা জিসি সেন হস্টেলে। বেসকরকারি এক হাসপাতালের এক চিকিৎসক দিয়ে সকলের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রের মৃত্যুও হয়েছে বলে দাবি করা হয়। এই পর্যন্ত ২০-র বেশি ছাত্র ডেঙ্গু আক্রান্ত। এর মধ্যে একাধিক পড়ুয়া হস্টেলে থাকেন। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই হস্টেল ছেড়েছেন। কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ফিরেছেন নিজের বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর সঙ্গেই প্রায় ৭ জন পড়ুয়াকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে বলে সূত্রের দাবি।

[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা]

এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জমা জল, নোংরা-আবর্জনা পরিষ্কার নিয়েও প্রশ্নের মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বেগ প্রকাশ করেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনলাইনে ক্লাসের কথাও শোনা যায় বিভিন্ন মহলে। আলোচনার কথা শোনা যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখেও। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। সেখানেও ওঠে ডেঙ্গু প্রসঙ্গ। ডেঙ্গু নিয়েও উদাসীন কর্তৃপক্ষ, এমন অভিযোগ করেন ছাত্রদের একাংশ। এবার সমালোচনার পরে খানিকটা সক্রিয় হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বলছেন কেউ কেউ।

[আরও পড়ুন: আধঘণ্টার নোটিসে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সময়ের আগেই হাজির আইনমন্ত্রী মলয় ঘটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement