shono
Advertisement

Jadavpur University Student Death:যাদবপুর নিয়ে জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের, তড়িঘড়ি রাজভবনে পৌঁছলেন উপাচার্য

১০ টা বেজে ৪০ মিনিটে রাজভবনে পৌঁছন যাদবপুরের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ।
Posted: 12:27 PM Aug 24, 2023Updated: 02:17 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের পরিস্থিতি নিয়ে রাজভবনে জরুরি বৈঠক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ৪০ মিনিটে রাজভবনে পৌঁছন যাদবপুরের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

Advertisement

যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় গোটা বাংলা। কী হয়েছিল সেই রাতে তা জানতে একদিকে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। তার একটা হল সিসিটিভি। তবে না নিয়েও জটিলতা জারি। এরই মাঝে বৃহস্পতিবার সকালে রাজভবনে জরুরি বৈঠক ডাকেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই মতোই হাজির হন বুদ্ধদেব সাউ।

[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]

প্রসঙ্গত, যাদবপুর কাণ্ড নিয়ে এর আগেও রাজভবনে বৈঠক করেছেন সি ভি আনন্দ বোস। সেখানেই গঠন করা হয়েছিল অ্যান্টি ব়্যাগিং কমিটি। কমিটির দায়িত্বে বসানো হয় রবীন্দ্র ভারতীর অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনিও রয়েছেন এদিনের বৈঠকে।

[আরও পড়ুন: চাঁদের আলোয় ভাসল হুগলি, চন্দ্রযানে ‘চোখ দিয়ে’ ইতিহাস উত্তরপাড়ার জয়ন্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement