shono
Advertisement

Breaking News

‘কত নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত? জনস্বার্থে তা জানান’, মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের

এদিন করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনকড়। The post ‘কত নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত? জনস্বার্থে তা জানান’, মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Jun 09, 2020Updated: 09:16 AM Jun 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ হার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইট করে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি। পাশপাশি, এখনও কতজনের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ হয়নি সেই প্রশ্ন তুলে বিঁধলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।

Advertisement

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৬ জনের শরীরে অস্তিত্ব মিলেছে নোভেল করোনা ভাইরাসের। মৃত্যু হয়েছে ৯ জনের। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে পরপর ৩ টি টুইট করেন রাজ্যপাল ধনকড়। প্রথম টুইটকে করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। মারণ ভাইরাসকে পরাস্ত করতে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি-সহ সমস্ত নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এরপর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বিঁধে একটি টুইট করেন তিনি। ফের সেখানে করোনা আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ্য আনার দাবি জানান। পাশাপাশি আনলকডাউনের প্রতিটি পদক্ষেপ অনেক বেশি সচেতনভাবে নেওয়ার পরামর্শ দেন।

 

[আরও পড়ুন: করোনার জেরে এবার ২১ জুলাই ভারচুয়াল সভা করবে তৃণমূল? মুখ খুললেন মমতা]

মঙ্গলবারের তৃতীয় টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। হাবেভাবে ফের বুঝিয়ে দেন যে, করোনার তথ্য গোপন করছে রাজ্য। প্রশ্ন তোলেন, এখনও কত নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত? জনস্বার্থে তা প্রকাশ্যে আনার আবেদনও জানান। সব মিলিয়ে এদিনের টুইটেও স্পষ্ট রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব।

 

[আরও পড়ুন: ECMO সাপোর্টে থাকার পরও সুস্থ করোনা আক্রান্ত তরুণী, সাফল্যের নজির গড়ল কলকাতার হাসপাতাল]

The post ‘কত নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত? জনস্বার্থে তা জানান’, মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement