shono
Advertisement

Breaking News

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এই আইনজীবী

জেনে নিন তাঁর পরিচয়৷ The post পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এই আইনজীবী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Jul 20, 2019Updated: 02:58 PM Jul 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ছ’রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী জগদীপ ধনকড়৷ পাশাপাশি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের নয়া রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি৷

Advertisement

[ আরও পড়ুন: অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে এবার বিজেপি, সাহায্যের আশ্বাস দিলীপের]

সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের নয়া রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে আনন্দীবেন প্যাটেলকে৷ মধ্যপ্রদেশের নয়া রাজ্যপাল করা হয়েছে লালজি ট্যান্ডনকে৷ ত্রিপুরা, বিহার ও নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়েছে যথাক্রমে রমেশ বায়াস, ফাগু চৌহান ও আরএন রবিকে৷ জানা গিয়েছে, ১৯৮৯-তে জনতা দলের হয়ে রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন জগদীপ ধনকড়। হন কেন্দ্রীয় মন্ত্রী৷ কিন্তু মাত্র দু’বছরের জন্য সাংসদ ছিলেন তিনি। ১৯৯১-র সাধারণ নির্বাচনে ওই কেন্দ্রে জয়লাভ করে কংগ্রেস। উল্লেখ্য, ২০১৪-র ২৪ জুলাই থেকে এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে নিয়েছিলেন কেশরীনাথ ত্রিপাঠী৷ আগামী বুধবার রাজ্যপাল হিসাবে পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে চলেছেন তিনি৷ রাজ্যের সঙ্গে বিরোধের রাস্তায় হেঁটে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসেন কেশরীনাথ৷ বসিরহাট কাণ্ড হোক বা সাম্প্রতিক কালের সন্দেশখালি কাণ্ড, বিভিন্ন সময়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে৷ এমনকী, শাসকদলও তাঁর সমালোচনা করতে ছাড়েনি৷ অভিযোগ করেছে, কেন্দ্রের প্ররোচনায় কাজ করছেন রাজ্যপাল৷

[ আরও পড়ুন: শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে শ্লীলতাহানি-নিগ্রহ, বিদেশমন্ত্রকের হস্তক্ষেপে উদ্ধার তরুণী ]

অন্যদিকে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল এতদিন ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল৷ তাঁকে সেখান থেকে সরিয়ে উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর জায়গায় মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন বিহারের রাজ্যপাল লালজি চ্যান্ডন৷ আর বিহারের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ফাগু চৌহান৷

The post পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এই আইনজীবী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement