shono
Advertisement
Covid-19

চলতি বছরে করোনায় রাজ্যে প্রথম মৃত্যু, কলকাতায় প্রাণ গেল মহিলার

আতঙ্কে কাঁটা তিলোত্তমাবাসীরা।
Published By: Tiyasha SarkarPosted: 10:22 AM Jun 03, 2025Updated: 11:38 AM Jun 03, 2025

অভিরূপ দাস: ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এবার বাংলায় প্রাণ গেল মহিলার। চলতি বছরে এই প্রথম করোনায় রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কয়েকগুণ। 

Advertisement

বেশ কিছুদিন ধরেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। দেশে ইতিমধ্যেই মোট আক্রান্তের পেরিয়েছে চারহাজার। বাংলায় আক্রান্তের সংখ্যা চারশোর কাছাকাছি। তাঁদের মধ্যেই ছিলেন খাস কলকাতার ৪৩ বছর বয়সী এই মহিলা। প্রথমে প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবশেষে মৃত্যু হয় তাঁর। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছন, হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল মহিলার। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী। 

উল্লেখ্য, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আমজনতাকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারবার। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। নিজেরা সতর্ক থাকলেই এবার এই রোগের সঙ্গে লড়াই করা ভীষণ সহজ। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৪, ০২৬ জন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এবার বাংলায় প্রাণ গেল মহিলার।
  • চলতি বছরে এই প্রথম করোনায় রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কয়েকগুণ। 
Advertisement