সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেত্রী বেলা বসু (Bela Bose)। হাইপার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন আশি বছরের অভিনেত্রী। পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাও ছিল। গত ২৫ দিন ধরে হাসপাতালে ছিলেন বেলা বসু। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হন। বর্ষীয়ান অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
১৯৪৩ সালে কলকাতার এক ধনী পরিবারে জন্ম হয় বেলা বসুর। তাঁর বাবা ছিলেন কাপড়ের ব্যবসায়ী। কিন্তু আচমকা ব্যবসায় প্রবল ক্ষতি হয়। সেই সময়ই মুম্বইয়ে চলে যায় বেলা বসুর পরিবার। কিন্তু মুম্বইয়ে গিয়েও হাল ফেরেনি। দুর্ঘটনায় অভিনেত্রীর বাবা প্রাণ হারান। পরিবারকে সামলাতে নৃত্যশিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করেন বেলা বসু। প্রথমে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই কাজ করতেন অভিনেত্রী। রাজ কাপুরের ‘ম্যায় ন্যাশে মে হু’ ছবিতে প্রথম তাঁর নাম ক্রেডিট কার্ডে দেখা যায়।
[আরও পড়ুন: সেরা ‘কাশ্মীর ফাইলস’, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেলেন কারা?]
১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায় ন্যাশে মে হু’। এরপর ‘সওতেলা ভাই’ ছবিতে গুরু দত্তের নায়িকা হিসেবে অভিনয় করেন। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন বেলা বসু। বেশিরভাগ সিনেমাতেই খল চরিত্রে দেখা যায় তাঁকে। আইটেম ডান্সার হিসেবেও কাজ করেছেন।
তবে একটা সময় অনেক সিনেমার অফার ফিরিয়ে দেন কারণ বিকিনি পরতে আপত্তি ছিল তাঁর। পরে আবার সাফল্য পান সুপারহিট ‘জয় সন্তোষী মা’ সিনেমায়। সেখানেও খল চরিত্রে অভিনয় করেছিলেন বেলা বসু। শেষ ‘সও দিন সাঁস কে’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে। ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে বেলা বসুর। প্রবীণ অভিনেত্রীর প্রয়াণের খবর তাঁর ছেলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।