shono
Advertisement

জামিয়া মসজিদ চত্বরে পাশাপাশি বসতে পারবে না নারী-পুরুষ, জারি হল নিষেধাজ্ঞা

চতুর্দশ শতাব্দীর এই মসজিদের ভিতরে ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে।
Posted: 03:51 PM Dec 17, 2022Updated: 03:51 PM Dec 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) জামিয়া মসজিদ চত্বরে (Jamia Masjid) নারী-পুরুষের একসঙ্গে বসা নিষিদ্ধ হল। পাশাপাশি মসজিদের ভিতরে ছবি তোলাতেও জারি করা হল নিষেধাজ্ঞা। এমনকী, ক্যামেরা বা ছবি তোলার অন্য কোনও সরঞ্জামও সেখানে নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সাধারণত মহিলাদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে জামিয়া মসজিদে পুরুষ ও নারী উভয়েরই আলাদা করে প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে।

Advertisement

চতুর্দশ শতাব্দীর এই মসজিদে এবার থেকে খাবার দাবারও নিয়ে ঢোকা যাবে না। মসজিদের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘ফটোগ্রাফাররা মসজিদের ভিতরে কোনও ছবি তুলতে পারবেন না। এমনকী, ছবি তোলার কোনও সরঞ্জাম, যা দিয়ে ছবি তোলা যেতে পারে তেমন কিছুই ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এবং তাঁদের গেটেই আটকে দেওয়া হবে। কেউ কোনও ধরনের খাবার দাবারও ভিতরে নিয়ে যেতে পারবেন না। এক্ষেত্রেও গেটেই সেগুলি আটক করা হবে।’

[আরও পড়ুন: ‘এটা নেহরুর ভারত নয়’, ‘৬২-র যুদ্ধে হারের প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতার]

পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা কোনও পার্ক নয়। স্থানীয় কিংবা অন্য জায়গা থেকে যাঁরা আসবেন সকলকেই কথাটা মাথায় রাখতে হবে ছবি তোলার আগে। জামিয়া মসজিদে পেশাগত কারণে কোনও ছবি বা ভিডিও তুলতে চাইলে অবশ্য অনুমতি নিতে হবে। এটি উপাসনাস্থল। মসজিদের পবিত্রতাকে সম্মান করার অনুরোধ করা হচ্ছে সকলকে।’

উল্লেখ্য, এর আগে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে (Jama Masjid) মহিলাদের একলা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। জানানো হয়েছিল, কেবল একলা নয়, দল বেঁধেও প্রবেশ করতে পারবেন না মহিলারা। এরপরই দিল্লির মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয় জামা মসজিদকে। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যে প্রত্যাহারও করে নেওয়া হয় নির্দেশটি।

[আরও পড়ুন: পাকিস্তানের সেনাচৌকিতে গোলাবর্ষণ তালিবানের, তীব্র প্রতিবাদ ইসলামাবাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement