shono
Advertisement
Jamie Maclaren

'জেতার উদগ্র ইচ্ছাই টেনে এনেছে', মোহনবাগানে যোগ দিয়ে বললেন বিশ্বকাপার ম্যাকলারেন

মোহনবাগানে এসে জেমির লক্ষ্য একটাই- ভারত সেরা দলের চোখধাঁধানো সাফল্য ধরে রাখা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:03 PM Jul 22, 2024Updated: 05:36 PM Jul 22, 2024

শিলাজিৎ সরকার: চার বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সোমবার ক্লাবের তরফে সরকারিভাবে এই কথা ঘোষণা করা হল। সঙ্গে জানিয়ে দেওয়া হল, ২৯ জুলাই মোহনবাগান দিবসেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন অজি তারকা। উল্লেখ্য, ওইদিনই ম্যাকলারেনের জন্মদিনও। জীবনের নতুন বছরে নতুন ক্লাবের হয়ে অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 

Advertisement

এখনও কলকাতায় পা রাখেননি জেমি (Jamie Maclaren)। তার আগেই সবুজ-মেরুনের মিডিয়া টিমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মোহনবাগানের নতুন সদস্য়। জানালেন, ইয়ান ইউম আইএসএলে খেলার সময় থেকেই ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি পরিচিত। মোহনবাগানে যোগ দিলেন কেন? উত্তরে ম্যাকলারেন জানান, "এই ক্লাবের ঐতিহ্য, ইতিহাস আর ট্রফি জেতার উদগ্র ইচ্ছাশক্তিই আমাকে আকৃষ্ট করেছে। আমার মানসিকতার সঙ্গেও এই সংস্কৃতি মানানসই।" তাঁর কথায়, অস্ট্রেলিয়ায় অনেক কিছু পেলেও এবার এমন ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান যেখানকার ফুটবলাররা বারবার নিজেদের প্রমাণ করেছেন। স্ত্রীর সঙ্গে ভারতীয় খাবার চেখে দেখতেও মুখিয়ে রয়েছেন জেমি।

[আরও পড়ুন: ২০২৭ পর্যন্ত টিম ইন্ডিয়ার ভরসা রোহিত-বিরাট! জানিয়ে দিলেন কোচ গম্ভীর

নতুন দলে যোগ দেওয়ার একমাসের মধ্যেই ডার্বিতে হয়তো নামবেন অজি তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বৈরথ নিয়েও আলাদাভাবে কথা বলেন তিনি। জানান, "মাঠের ৬০ হাজার দর্শক ডার্বির দিন যে পরিবেশ তৈরি করেন, সেটা এককথায় অসাধারণ। আমি অনেকবার ডার্বি দেখেছি। সমর্থকদের কাছে এই ম্যাচের একটা আলাদা আবেগ এবং মাহাত্ম্য আছে।" সবুজ-মেরুন (Mohun Bagan) শিবিরের দুই অস্ট্রেলীয় দিমি পেত্রাতোস এবং জেসন কামিংসের সঙ্গেও বহুবার খেলেছেন ম্যাকলারেন। একই দলে ছিলেন গ্রেগ স্টুয়ার্টের সঙ্গেও। তাই নতুন দলে এসে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই আশাবাদী অজি বিশ্বকাপার। 

মোহনবাগানে এসে জেমির লক্ষ্য একটাই- ভারত সেরা দলের চোখধাঁধানো সাফল্য ধরে রাখা। সেই লক্ষ্যেই নিজের জন্মদিনে অনুশীলনে নামছেন জেমি। তাঁর কথায়, "জন্মদিন আর ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথ চলা শুরুর অপেক্ষায় দিন গুণছি। প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করব যেন সেরাটা দিতে পারি। তার পর ট্রফি জিতে সবাই মিলে আনন্দ করব, সেই অপেক্ষায় আছি।" 

[আরও পড়ুন: ক্লাব-দেশের কোচিংয়ে জোড়া চাপ, কবে গুরপ্রীতদের পূর্ণ দায়িত্ব পাবেন মানোলো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনও কলকাতায় পা রাখেননি জেমি। তার আগেই সবুজ-মেরুনের মিডিয়া টিমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মোহনবাগানের নতুন সদস্য়।
  • তাঁর কথায়, অস্ট্রেলিয়ায় অনেক কিছু পেলেও এবার এমন ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান যেখানকার ফুটবলাররা বারবার নিজেদের প্রমাণ করেছেন।
  • নতুন দলে এসে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই আশাবাদী অজি বিশ্বকাপার। 
Advertisement