shono
Advertisement

তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীর সঙ্গে স্বাধীনতা উদযাপন কাশ্মীরের

নাচেগানে স্বাধীনতার আনন্দে শামিল লাদাখ৷ The post তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীর সঙ্গে স্বাধীনতা উদযাপন কাশ্মীরের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 PM Aug 15, 2019Updated: 01:42 PM Aug 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের সকালে শ্রীনগরের আকাশে উড়ল তেরঙ্গা পতাকা। না, এতে নতুন কিছু নেই। প্রতি বছরই হয়। কিন্তু, প্রতিবছর তেরঙ্গা পতাকার পাশাপাশি উত্তোলিত হত কাশ্মীরের পৃথক পতাকাও।এবার আর সে বালাই নেই। ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে বিলুপ্ত পৃথক পতাকার অস্তিত্বও। তাই শ্রীনগরের আকাশ এবার শুধু তেরঙ্গাময়।

Advertisement

[আরও পড়ুন: এবার কি জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল! স্বাধীনতা দিবসের ভাষণে কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?]

স্বাধীনতা দিবসের দিন কয়েক আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কাশ্মীরজুড়ে। আজও গোটা উপত্যকাকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। এদিন সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। বাসিন্দাদের উদ্দেশে রাজ্যপাল বলেন, “আমি কাশ্মীরবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনাদের পরিচিতি নষ্ট হয়ে যাচ্ছে না। আপনাদের পরিচিতি নিয়ে কাঁটাছেড়া করা হচ্ছে না। ভারতের সংবিধান প্রত্যেক রাজ্যের আলাদা পরিচিতিকে প্রস্ফুটনের সুযোগ দেয়।” সত্যপাল মালিক আরও বলেন, “কাশ্মীরে কেন্দ্র যেসব পরিবর্তনগুলি করছে তা যে শুধু ঐতিহাসিক তাই নয়। এটা কাশ্মীরের উন্নয়নের জন্য নতুন রাস্তাও খুলে দিল।”

[আরও পড়ুন: মার্কিন বাহিনীর ধাঁচে ভারতেও ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’, প্রতিরক্ষায় ঐতিহাসিক ঘোষণা]

এদিকে, স্বাধীনতা দিবসের আগে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি লাদাখবাসী। এদিন সকালে তাঁরা সেই আনন্দ প্রকাশ করলেন নাচ-গানের মাধ্যমে। অনেকেই বলছেন, লাদাখবাসী এবারের স্বাধীনতা দিবসে যেন সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেয়েছেন। লেহ এবং কার্গিলের রাস্তায় রীতিমতো জনসমাগম দেখা গেল। চিরাচারিত ভঙ্গিমায় ৭৩ তম স্বাধীনতা দিবসকে স্বাগত জানালেন লাদাখবাসী। সেখানকার সাংসদ শেরিং নামগিয়ালও মানুষের ভিড়ে মিশে গেলেন। ঐতিহ্যবাহী নাচের পর তাঁকে দেখা গেল প্রথাগত নাগরা বাজাতেও। সবমিলিয়ে লাদাখজুড়ে খুশির হওয়া এবারের স্বাধীনতা দিবসে।

The post তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীর সঙ্গে স্বাধীনতা উদযাপন কাশ্মীরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement