shono
Advertisement

বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটকে মুক্তির নির্দেশ আদালতের

মাসারত আলম, বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানির ঘনিষ্ঠ। The post বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটকে মুক্তির নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Dec 28, 2016Updated: 04:03 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটকে দ্রুত মুক্তির নির্দেশ দিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট। বুধবারই হাইকোর্টের তরফে জম্মু-কাশ্মীরের মেহবুবা মুফতি সরকারকে এই নির্দেশ দেওয়া হয়। কোর্টের তরফে বলা হয় কোনওভাবেই জনসুরক্ষা আইনের দোহাই দিয়ে মাসারত আলমকে আটকে রাখা যাবে না।

Advertisement

প্রসঙ্গত, মাসারত আলমকে কাথুয়া জেলা সংশোধনাগারে রাখে মেহবুবা মুফতি সরকার। এই মাসারত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানির ঘনিষ্ঠ। ২০১০ সালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে তারই হাত ছিল বলে অভিযোগ। গত ৬ বছর ধরে জেলবন্দি রয়েছে এই বিচ্ছিন্নতাবাদী নেতা। ২০১০-এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সময় ১২০ জন খুন হন।

The post বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটকে মুক্তির নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement