সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তের অপেক্ষায় দিন গুনছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আয়ারল্যান্ড সিরিজের আগে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নেটে আগুন জ্বালালেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতীয় দল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হার মানতে হয় হার্দিক পাণ্ডিয়ার দলকে। এবার লক্ষ্য আয়ারল্যান্ড। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এগারো মাস পরে জাতীয় দলে ফিরছেন তিনি।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের স্পেশ্যাল ভিডিও থেকে বাদ ইমরান খান, সমর্থকদের রোষানলে পাক বোর্ড]
গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় টিমের বাইরে রয়েছেন বুমরাহ। চলতি বছর মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়। কিন্তু বুমরাহ যে প্রত্যাশার আগে ফিট হয়ে উঠছেন, বোঝা যায় গত সপ্তাহে ভারতীয় বোর্ডের তরফ থেকে পেশ করা মেডিক্যাল বুলেটিনে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বুমরাহর বোলিংয়ের ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বুমরাহ ব্যাটসম্যানকে বাউন্সার দিচ্ছেন। সেই বাউন্সার থেকে কোনও রকমে নিজেকে বাঁচাচ্ছেন ব্যাটসম্যান। পরের বালটাই আবার ইয়র্কার। ব্যাটসম্যান সামলাতে পারেননি সেই ইয়র্কার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে লেখা হয়েছে, ”যে মুহূর্তের অপেক্ষায় আমরা ছিলাম এতদিন।”