shono
Advertisement

Breaking News

লক্ষ্য বিশ্বকাপ, অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ড যাবেন বুমরাহ

আইপিএলে খেলতে পারবেন না বুমরাহ।
Posted: 06:51 PM Mar 02, 2023Updated: 06:51 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠের ব্যথায় কাবু জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) প্রায় পাঁচ মাস মাঠের বাইরে। তাঁর চোটের অবস্থা এখন যেরকম, তাতে চলতি বছর ক্রিকেট মাঠে ফেরা খুব কঠিন তাঁর পক্ষে। এমনই খবর প্রকাশিত হয়েছিল দিনকয়েক আগে।

Advertisement

চোটের জন্য আসন্ন আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পাবে না বুমরাহকে। বছরের শেষ দিকে হতে চলা ওয়ানডে বিশ্বকাপেও তাঁর না থাকার সম্ভাবনাই প্রবল। এরকম অবস্থায় বুমরাহকে অস্ত্রোপচারের জন্য পাঠানো হবে নিউজিল্যান্ডে। একটি ক্রিকেট সংক্রান্ত সংবাদমাধ্যমের খবর এমনই। 

[আরও পড়ুন: ‘৩৯টি ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির, এটা আমি বিশ্বাসই করি না’, বিরাটকে স্লেজিং ওয়ার]

প্রতিবেদন অনুযায়ী, বুমরাহর অস্ত্রোপচার করতে পারেন রোয়ান শাউটেন। তাঁর উপরই ভরসা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল টিম। এই রোয়ান শাউটেন অতীতে জোফ্রা আর্চারের অস্ত্রোপচার করেছিলেন। খবরের ভিতরের খবর, যত দ্রুত সম্ভব বুমরাহকে অকল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ বার দেখা গিয়েছে বুমরাহকে। চোটের জন্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি বুমরাহকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্দেশ্য এখন একটাই। অক্টোবর-নভেম্বরে হতে চলা পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বুমরাহকে ফিট করে মাঠে নামানোই উদ্দেশ্য বোর্ডের।

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। মেগা টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স পাচ্ছে না বুমরাহকে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওটে, তাহলেও তারকা পেসারকে পাওয়া যাবে না। 

[আরও পড়ুন: ক্লেটনের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ, ব্রাজিলীয় গোলমেশিন বললেন, ‘জয় ইস্টবেঙ্গল’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement