সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের বর্ষসেরার মঞ্চে নজর কাড়লেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার পাওয়ার পাশাপাশি, টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন বুমরাহ (Polly Umrigar Award )।
বুমরাহর পাশাপাশি মেয়েদের ক্রিকেটে গত মরশুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পুনম যাদব। জাতীয় মহিলা দলের অন্যতম ভরসার জায়গা এই লেগ স্পিনার। আপাতত ওয়ানডে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে। এবছরই তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করেছেন রাষ্ট্রপতি। গতবছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের জন্য দিলীপ সরদেশাই পুরস্কার পেলেন চেতেশ্বর পুজারা। এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চমক দেওয়ার জন্য বিশেষ পুরস্কার পেলেন ময়ঙ্ক আগরওয়াল। সম্মানিত হয়েছেন বাংলার পেসার ঝুলন গোস্বামীও।ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহ করার জন্য তাঁকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছে বোর্ড।
[আরও পড়ুন: ফিরলেন রোহিত, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা বিসিসিআইয়ের]
এবছর জীবনকৃতি সম্মান দেওয়া হল দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং অঞ্জুম চোপড়াকে। ৮৩ বিশ্বকাপজয়ী ওপেনার শ্রীকান্ত। দেশের হয়ে ৪৩টি টেস্ট ও ১৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অন্যদিকে, মহিলা ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশোর বেশি ওয়ানডে খেলেছেন অঞ্জুম। তাঁরা পেলেন কর্ণেল সি কে নায়ডু ট্রফি। এবং নগদ ২৫ লক্ষ টাকা।
একনজরে দেখে নিন, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা:
১) বিসিসিআইয়ের জীবনকৃতী সম্মান: ক্রিস শ্রীকান্ত, ট্রফি ও ২৫ লক্ষ টাকা।
২) বিসিসিআই জীবনকৃতী সম্মান (মহিলা): অঞ্জুম চোপড়া, ট্রফি ও ২৫ লক্ষ টাকা।
৩) বিসিসিআই বিশেষ সম্মান: দিলীপ দোষী, ট্রফি ও ১৫ লক্ষ টাকা।
৪) টেস্টে সর্বোচ্চ রান: চেতেশ্বর পুজারা, ট্রফি ও ২ লক্ষ টাকা।
৫) টেস্টে সর্বোচ্চ উইকেট: জসপ্রীত বুমরা, ট্রফি ও ২ লক্ষ টাকা।
৬) ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান (মহিলা): স্মৃতি মান্ধানা, ট্রফি ও ২ লক্ষ টাকা।
৭) ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (মহিলা): ঝুলন গোস্বামী, ট্রফি ও ২ লক্ষ টাকা।
৮) সেরা আন্তর্জাতিক ক্রিকেটার: জশপ্রীত বুমরা, ট্রফি ও ১৫ লক্ষ টাকা।
৯) সেরা আন্তর্জাতিক বোলার (মহিলা): পুনম যাদব, ট্রফি ও ১৫ লক্ষ টাকা।
১০) সেরা আন্তর্জাতিক অভিষেক: মায়াঙ্ক আগরওয়াল, ট্রফি ও ২ লক্ষ টাকা।
The post বিসিসিআইয়ের বর্ষসেরার মঞ্চে জোড়া পুরস্কার বুমরাহর, সম্মানিত শ্রীকান্ত-অঞ্জুম চোপড়া appeared first on Sangbad Pratidin.