সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই দেশের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবছরই আবার এশিয়া কাপ। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের লাগাতার চোট-আঘাত মাঝেমধ্যেই চিন্তায় ফেলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাই আইপিএলের জন্য ক্রিকেটাররা কতখানি চাপ নিচ্ছে, এবার তার উপর নজরদারি চালাবে বিসিসিআই। আর ক্রিকেটারদের সেই তালিকার শীর্ষে জশপ্রীত বুমরাহ।
সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ভারতীয় পেসার বুমরাহর। ফিট হয়েও ফিট হচ্ছেন না তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করার পরও বাদ দেওয়া হয়েছিল। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি। সব শেষে বর্ডার-গাভাসকর ট্রফি থেকেও বাদ দেওয়া হয় তাঁকে। বিশ্বকাপের আগে তাঁকে কোনও ঝুঁকি নিতে চায়নি বোর্ড। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে নামার কথা বুমরাহর। কিন্তু সেখানে তিনি কতটা চাপ নিচ্ছেন, বা নিতে পারবেন, তা নিয়ন্ত্রণ করবে বিসিসিআই। কারণ তারকা পেসারকে বিশ্বকাপে যেনতেনপ্রকারে জাতীয় দলে চায় বোর্ড। খবর এমনটাই।
[আরও পড়ুন: জনসভায় যাওয়ার আগে পড়ুয়াদের পাতে নষ্ট বিরিয়ানি! মুখগুলো শুকনো দেখে কী করলেন মুখ্যমন্ত্রী?]
গত বছর সেপ্টেম্বরে শেষবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বুমরাহ। তারপরই পিঠে চোটের কারণে ছিটকে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় পেসারকে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে তারকা। এখনও সম্পূর্ণ ফিট সার্টিফিকেট মেলেনি বলেই জানা গিয়েছে। গত ১০ দিনে নাকি বেঙ্গালুরুতে কয়েকটি প্র্যাকটিস ম্যাচও খেলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও এখনও তাঁকে ম্যাচফিট ঘোষণা করা হয়নি।
বিদেশের ক্লাব টুর্নামেন্টে নেটে যাতে বোলারদের দিয়ে অতিরিক্ত বল না করায় ফ্র্যাঞ্চাইজিগুলি, সেদিকে নজর রাখা হয়। বিসিসিআইও নাকি তেমনই চিন্তাভাবনা করছে। অর্থাৎ আইপিএলে ক্রিকেটারদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলিকেও এবার সতর্ক থাকতে হবে।