shono
Advertisement

গোটা দেশে ৬০০ কোটি পার করল ‘জওয়ান’, শুধু বাংলা থেকে কত টাকা আয় করলেন শাহরুখ?

একের পর এক রেকর্ড ভেঙে 'জওয়ান' বলিউডের সেরা ছবির তালিকায় শীর্ষে।
Posted: 01:07 PM Oct 03, 2023Updated: 01:07 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ‘পাঠান’ হয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন কিং খান ‘জিন্দা হ্যায়’। তার কয়েক মাস পরে শাহরুখ (Shah Rukh Khan) পরিষ্কার করে দিয়েছেন তিনি আজও বক্স অফিসের ‘জিন্দা বান্দা’। দেখতে দেখতে কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনও রমরমিয়ে চলছে ‘জওয়ান’ (Jawan)। নিয়মিতই ভাঙছে একের পর রেকর্ড। বক্স অফিসের নতুন হিসেব বলছে, গোটা দেশে ৬০০.২১ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। আর যা বলিউডে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে বলিউডের কোনও ছবিই গোটা দেশে ৬০০ কোটির ব্যবসা করতে পারেনি। তবে রয়েছে কাহানিতে টুইস্ট।

Advertisement

গোটা বাংলায় জওয়ান ছবির ডিস্ট্রিবিউটারের দায়িত্বে ছিল এসভিএফের কাঁধে। বাংলার এই জনপ্রিয় প্রযোজক সংস্থা সূত্রে খবর, গোটা বাংলায় মোট ৪০ কোটির ব্যবসা করেছে শাহরুখের এই ছবি।

প্রসঙ্গত, ২৩তম দিনে ‘জওয়ান’ রোজগার করেছে ৫.৯৭ কোটি টাকা। দেশের মাটিতে ছবিটির উপার্জন দাঁড়িয়েছে ৫৮৭.১৫ কোটি টাকা। অর্থাৎ শিগগিরি সেটি ৬০০ কোটি পেরিয়ে যাবে। এক্ষেত্রেও ‘পাঠান’ ও ‘গদর ২’ পিছিয়ে গিয়েছে ইতিমধ্যে। উল্লেখ্য, ছবিটির তামিল ও তেলুগু সংস্করণ রোজগার করেছে ৫৮.৮২ কোটি টাকা।

[আরও পড়ুন: ‘রক্তবীজ’ টিমকে শুভেচ্ছা অমিতাভের, ‘আশীর্বাদধন্য’ মিমি-শিবপ্রসাদ]

সব মিলিয়ে সারা বিশ্বের নিরিখে বাণিজ্যিক সাফল্যে ‘পাঠান’ এতদিন ছিল বলিউডের দ্বিতীয় ছবি। তার রোজগার ১ হাজার ৫০ টাকা। কিন্তু সেই রেকর্ড চূর্ণ করে ‘জওয়ান’ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১ হাজার ৫৫ টাকায়। এই তালিকায় শীর্ষে আমির খানের ‘দঙ্গল’। ছবিটি ২ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এর পিছনে ছিল চিনে ছবিটির তুমুল সাফল্য। যেহেতু ‘জওয়ান’ বা ‘পাঠান’ চিনমুখী হচ্ছে না, তাই আমির রেকর্ড অটুটই থাকবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘একদম ছবি তুলবে না’! অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই পাপারাৎজিদের উপর রেগে আগুন অনুষ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement