সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ৬৯ -এ পা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। বয়স বেড়ে গেলেও, কাজের ব্যাপারে এখনও এনার্জিতে নবপ্রজন্মের অভিনেতাদের চ্য়ালেঞ্জ ছুঁড়তে পারেন অনুপম। তবুও অনুপমকে মাঝে মধ্যেই শুনতে হয়, তাঁর নাকি অবসর নেওয়ার সময় এসেছে। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পর সোশাল মিডিয়াতেও নাকি এমন কটাক্ষের মুখে পড়েছিলেন অনুপম। সেই কথারই এবার যেন জবাব দিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম স্পষ্ট জানালেন, ''আমি ঠিক করে ফেলেছি, যে আমি ঠিক একটা বয়সের পর আর অভিনয় করব না। আর সেই বয়সটা হল ৯০।''
এই সাক্ষাৎকারেই অনুপম আরও বলেন, ''জীবনে অনেক এখনও পর্যন্ত অনেক কিছু পেয়েছি। তবে আরও পাওয়ার রয়েছে। প্রত্যেকটা দিন সেই কারণে নিজেকে বদলে ফেলছি। নতুন কিছু শিখছি। আর শেখাটা ৯০ -এ গিয়ে শেষ হবে। আমার কেরিয়ার তো আমি ঠিক করব, সমাজের কথাকে তোয়াক্কা করি না। তাই কটাক্ষকে পাত্তা দেব না। ''
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বায়োডাটা আপলোড করেছেন অনুপম। শুধু তাই নয়, নিজেকে স্ট্রাগলিং অ্য়াক্টর হিসেবেও বর্ণনা করেছেন বলিউডের এই বর্ষীয়াণ অভিনেতা।
বায়োডাটা আপলোড করে অনুপম লিখেছিলেন, ” পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডাটা আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে। জয় হো!”
কয়েকদিন আগেই খবরে আসে, অবসাদে বলিউড অভিনেতা অনুপম খের। তবে এই মুহূর্তে মানসিক দিক দিয়ে কিছুটা সুস্থ হলেও, কয়েক বছর আগে পরিস্থিতি ছিল শোচনীয়। সেই কঠিন সময়ের কথা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও, এবার প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন অনুপম।
সাক্ষাৎকারে অনুপম বলেন, ”রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”
অনপুম আরও জানান, ”শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।”