shono
Advertisement
Jammu and Kashmir

উত্তপ্ত কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ সেনা আধিকারিক, জখম ৩ জওয়ান

কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ এলাকায় গুলিবিদ্ধ হন সেনা আধিকারিক।
Published By: Kishore GhoshPosted: 08:03 PM Nov 10, 2024Updated: 09:29 PM Nov 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে শহিদ হলেন এক সেনা আধিকারিক। রবিবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর। দুটি পৃথক জায়গায় সেনা অভিযান চলছে এদিন। এর মধ্যে অন্যতম কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ ভার্ট রিজ এলাকা। সেখানেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন তিন জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে।

Advertisement

সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, কিস্তওয়ারের ভার্ট রিজ এলাকায় শহিদ হয়েছেন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। জঙ্গলাকীর্ণ এলাকায় দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে, খবর পেয়ে রবিবার সকাল থেকে অভিযান চালায় সেনা। নির্জন জঙ্গলে কয়েক কিলোমিটার ভিতরে ঢুকতেই দুই গ্রামরক্ষী নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের দেহ দেখতে পান জওয়ানরা। দুজনের দেহ উদ্ধার করে সেনা।

এই হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজেই এদিন অভিযান চালাচ্ছিল সেনা। তখনই দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন চার জওয়ান। তার মধ্যে সেনা আধিকারিক সুবেদার রাকেশ কুমার শহিদ হয়েছেন। এছাড়াও জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে। চিকিৎসা চলছে। অন্য দিকে, শ্রীনগরের হারওয়ান এলাকাতেও অভিযান চালাচ্ছে সেনা। রবিবার সকাল ৯টা থেকে সেখানে গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় কয়েক জন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিস্তওয়ারের ভার্ট রিজ এলাকায় শহিদ হয়েছেন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার।
  • অন্য দিকে, শ্রীনগরের হারওয়ান এলাকাতেও অভিযান চালাচ্ছে সেনা।
Advertisement