shono
Advertisement

বক্স অফিসে ‘জওয়ান’ ঝড়, প্রথম দিনে কত টাকা ঘরে ঢুকল শাহরুখের?

বক্স অফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে 'জওয়ান'।
Posted: 10:33 AM Sep 08, 2023Updated: 11:24 AM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ‘জওয়ান’ ছবির মুক্তির দিনই শাহরুখ বুঝিয়ে দিলেন পাঠানের পর ফের বক্স অফিসে রাজত্ব করতে হাজির কিং খান। প্রথম দিনেই গোটা দেশে রেকর্ড ব্যবসা করে ফেলল শাহরুখের জওয়ান। হিসেব বলছে, উইকএন্ডে দুরন্ত গতিতে ছুটবে শাহরুখের এই ছবি।

Advertisement

বলিউড ফিল্মের ব্যবসা সংক্রান্ত একটি ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ‘জওয়ান’ প্রথম দিনে ভারতে সমস্ত ভাষার মিলিয়ে মোট ৭৫ কোটি নেট উপার্জন করেছে। ছবিটির হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলুগুতে ৫ কোটি । এর আগে শাহরুখ খানের পাঠানই ছিল সর্বোচ্চ উপার্জিত হিন্দি ছবি। ভারতের বাজার থেকে সেই ছবির আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি। তারপরেই রয়েছে সানি দেওলের গদর ২। যে ছবির আয় ছিল প্রথম দিনে প্রায় ৪০ কোটি।

[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]

দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।

শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement