সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির! চারিদিকে হাজারও ক্যামেরা। পাপ্পারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। তাঁদের সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর থাকে নেটপাড়ার। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। পান থেকে চুন খসলেই হল! নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। ছাড় পায় না খুদে তারকাসন্তানরাও। এবার জয় ভানুশালি, মাহি ভিজের শিশুকন্যাকে নেটপাড়ায় আক্রমণের শিকার হতে হল নমাজ পড়ে।
হিন্দু হয়েও কেন আসন পেতে নমাজ পড়তে বসেছে খুদে তারা? প্রশ্ন তুলে রে-রে করে উঠেছেন নেটপাড়ার নীতিপুলিশেরা। মাহি ভিজ এবং জয় ভানুসালি দুজনেই হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। তাঁদের সন্তান তারার জনপ্রিয়তাও কম নয়। কন্যাসন্তানের নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলও খুলে ফেলেছেন জয়-মাহি। সেখানেই খুদের কীর্তিকলাপ শেয়ার করেন। সেখানেই দেখা গেল, তাঁদের ৬ বছরের কন্যাসন্তান হাঁটু মুড়ে আসনের উপর নমাজ পড়ছে। ভিডিওর ক্যাপশনে লেখা- ‘শুকরান’। আর সেটা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে নেটপাড়ার উগ্র হিন্দুত্ববাদীরা। এমনকী তাঁরা মাহির মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
কেউ হিন্দু হয়ে নমাজ পড়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তো কারও বা প্রশ্ন, ‘সন্তানকে কেমন শিক্ষায় বড় করছেন মাহি?’ এটা ‘কী ধরণের নাটক?’ কেউ লিখলেন, ‘এযাবৎকাল তারার সব ভিডিও ভাল লেগেছে, কিন্তু এটা দেখে খুবই বিরক্ত লাগল।’ কারও উপদেশ, ‘নিজের ধর্ম সম্পর্কে আগে শেখান মেয়েকে।’ আর শিশুকন্যার উদ্দেশে কটাক্ষ ধেয়ে আসতেই খড়গহস্ত মা মাহি ভিজ। নিন্দুকদের সপাট জবাবে চুপ করিয়ে দিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: হাতে ২ কোটির হিরের আংটি, বিশ্বের পঞ্চম বৃহৎ রত্ন! কে দিলেন? মুখ খুললেন তামান্না ভাটিয়া]
মন্দিরে তারার ঘন্টা বাজানোর ছবি শেয়ার করে মাহির মন্তব্য, “ধর্মকে যারা মজায় পরিণত করেছে, এটা সেসমস্ত ফালতু লোকেদের জন্য। আপনারা তারাকে আনফলো করতে পারেন। ওর জীবনে নিন্দুকদের কোনও দরকার নেই। মা হিসেবে আমি জানি কি শেখাচ্ছি। নিকৃষ্ট মানসিকতার লোকেদের বলব, নিজেদের চরকায় তেল দেওয়ার জন্য আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। এত ঘৃণা দেখে খারাপ লাগে। আমার মেয়ের চিন্তা করবেন না, নিজেদের সন্তানকে শেখান গিয়ে।”
প্রসঙ্গত, ওই প্রোফাইলে জয়-মাহির দত্তকসন্তান রাজবীর ও খুশিকেও নানা ছবি-ভিডিওতে দেখা যায়। তারা আদতে তারকাদম্পতির কেয়ারটেকারের দুই সন্তান।