shono
Advertisement

একাকীত্বের কাহিনি বলবে জয়া শীল ঘোষের ‘দ্য গ্রিন উইন্ডো’, প্রকাশ্যে ছবির পোস্টার

ছবিতে ৬৪ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন জয়া।
Posted: 07:29 PM Apr 07, 2021Updated: 07:29 PM Apr 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের শেষ প্রান্তে এসে একাকীত্বের গুরুত্ব বোঝা যায়। নতুন করে বাঁচতে শেখা যায়। মনের জানলা খুলে নতুন করে জীবনকে আপন করে নেওয়া যায়। এমনই এক কাহিনি দর্শকদের সামনে তুলে ধরছেন অভিনেত্রী জয়া শীল ঘোষ (Jaya Seal Ghosh)। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবি ‘দ্য গ্রিন উইন্ডো’র (The Green Window) ফার্স্ট লুক।

Advertisement

[আরও পড়ুন: ছবি পোস্ট করে তৃণমূলের শুভেন্দু ও বিজেপির শুভেন্দুর পার্থক্য বোঝালেন শ্রীলেখা মিত্র]

হিন্দিতে তৈরি হবে নতুন এই ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনাতেও অংশীদার জয়া। পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukkherjee)। নিজের লেখা উপন্যাস অবলম্বনেই ছবিটি তৈরি করছেন ইন্দিরা। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৬৪ বছরের বৃদ্ধা জর্জিয়া ফার্নান্ডেজ (জয়া)। কলকাতায় ছেলে সিমোন, তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া এবং নাতি শনকে নিয়ে থাকতেন জর্জিয়া। বিদেশে ভাল চাকরি পায় সিমোন। স্ত্রী-ছেলেকে নিয়ে সেখানে চলে যেতে হয় তাকে। শারীরিক অসুস্থতার কারণে জর্জিয়ার ভিসা পেতে দেরি হয়। একা বাড়িতে থাকতে রাজি নন জর্জিয়া। বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখান থেকেই তাঁর নতুন পথ চলা শুরু হয়। জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেন ৬৪ বছরের বৃদ্ধা।

নিজের কাহিনিতে রক্তমাংসের মানুষের কাহিনি বলেছেন ইন্দিরা। বলেছেন এক মায়ের গল্পও। আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার মাঝে আটকে থাকা কিছু জীবনের কথাও তুলে ধরেছেন তিনি। জয়া ছাড়াও ছবিতে রয়েছেন কিঞ্জল দত্ত, অপরাজিতা মজুমদার। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় (Saheheb Chatterjee)। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া ও বিক্রম ঘোষের ছেলে আরভও। বিক্রম (Bickram Ghosh) নিজে ছবির সংগীতের দায়িত্ব সামলাচ্ছেন। চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছেন রিঙ্গো অর্ণব বন্দ্যোপাধ্যায় (Rinngo Arnab Banerjee)। সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র। জয়া ছাড়াও ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন প্রীতি আগরওয়াল।

[আরও পড়ুন: ‘তুমি এই দেশেতেই থাকো’, অনির্বাণদের গানের পালটা জবাব দিলেন বাবুল-রুদ্রনীলরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement