shono
Advertisement

রাজ্যপাট চালানোর জন্য সক্ষম আম্মা, জানাল হাসপাতাল

মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল৷
Posted: 11:21 PM Nov 18, 2016Updated: 05:51 PM Nov 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বর্তমানে মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল৷ মানসিকভাবেও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে৷

Advertisement

পাশাপাশি, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ নিজে থেকেই শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চালাতে পারছেন তিনি৷ খাবার হিসাবে সেমি লিকুইড খাবারও খেতে দেওয়া হচ্ছে তাঁকে৷ অর্থাৎ যে কোনওদিনই নেত্রী যে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরতে পারেন এবং রাজ্যপাটের দায়িত্ব গ্রহণ করতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না৷

এআইএডিএমকে’র তরফ থেকেও মুখ্যমন্ত্রীও শারীরিক অবস্থার উন্নতির কথা জানানো হয়েছে৷ যদিও এখনও হাসপাতালের আইসিইউতেই ভর্তি রয়েছেন মন্ত্রী৷

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এআইএডিএমকে সুপ্রিমো৷ তাঁর শারীরিক অসুস্থতার কারণে সমর্থকরা বেশ চিন্তায় ছিলেন৷ আম্মার শারীরিক অবস্থার কথা জানতে হাসপাতালের চত্ত্বরে ভিড় জমিয়েছিলেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement