shono
Advertisement

Breaking News

টলিউডের বাদশা! জন্মদিনে বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দর্শন দিলেন জিৎ, ভিডিও ভাইরাল

সদ্য মুক্তি পেয়েছে জিতের 'মানুষ'।
Posted: 07:20 PM Nov 30, 2023Updated: 08:15 PM Nov 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন জিৎ আমার গুরু, কেউ বলছেন জিৎই সেরা। বাড়ির সামনে দিনভর ভক্তদের উল্লাস। জন্মদিনে প্রিয় নায়ককে একবার কাছ থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় জিৎ অনুরাগীরা। আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই, নেটিজেনরা বলছেন জিৎ যেন টলিউড বাদশা! এই বিষয়ে, অনেকে আবার শাহরুখের প্রসঙ্গও টানলেন। যেভাবে জন্মদিনের দিন শাহরুখ ভক্তদের দর্শন দেন, জিৎও যেন তেমনটিই করলেন! 

Advertisement

প্রতিবারই ৩০ নভেম্বর, জিতের জন্মদিনে তাঁর অনুরাগীরা হাজির থাকেন তাঁর বাড়ির সামনে। কেক, বেলুন, পোস্টার হাতে নায়ককে শুভেচ্ছাও জানান তাঁরা। এবারও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারও ভক্তদের দেখা দিলেন তিনি। তবে একা নয়, জিতের সঙ্গে হাজির ছিলেন তাঁর মেয়ে নবন্যাও। বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের আবদারে ‘মানুষ’ ছবির সংলাপ বললেন জিৎ। প্রিয় নায়কের মুখে সিনেমার সংলাপ শুনে আপ্লুত তাঁর ভক্তরা।

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সুপারস্টার হলেন জিৎ। বৃহস্পতিবার পা দিলেন ৪৬ বছরে। বক্স অফিসে তাঁর ছবি মুক্তি পেলেই হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মানুষ’। ইতিমধ্যেই নতুন ছবিতে জিতের নতুন অবতার নজর কেড়েছে। 

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement