সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভার্চুয়াল বিপ্লবের যুগে ভাইরাল শিল্পীদের রমরমা। তা সে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর হোক বা রাণু মণ্ডল। কিন্তু ভাইরাল শিল্পীরা খুব বেশি দিন টেকে না। এমনই মত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly)। সম্প্রতি পাইরেসি ও কপিরাইট সংক্রান্ত এক আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এই মত প্রকাশ করেন বলে খবর।
টলিউডের পাশাপাশি বলিউডেও দীর্ঘ দিন ধরে সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। নিজের কণ্ঠের জাদুতে অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। শিল্পী মনে করেন যাঁরা খাঁটি শিল্পী, শুধু তাঁরাই টিকে থাকেন সুরের আকাশে। ভাইরাল শিল্পীরা দীর্ঘস্থায়ী হন না। নিজের বক্তব্যের উদাহরণ হিসেবেই ভুবন বাদ্যকর, রানু মণ্ডলের কথা উল্লেখ করেন তিনি। জিৎ জানান, একটি গান করেই এমন শিল্পীরা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন। কিন্তু তার পর হারিয়ে যাচ্ছেন সময়ের স্রোতে।
[আরও পড়ুন: বিশ্বসেরার তালিকায় দ্বিতীয় ভারতের রসমালাই, সহজেই তৈরি করুন বাড়িতে, রইল রেসিপি]
এই ধরনের ভাইরালের প্রবণতাকে জিৎ একদম সমর্থন করেন না। তিনি মনে করেন, কোনও শিল্পী কতটা জনপ্রিয় তা তাঁর একাধিক গানের নিরিখে বিচার্য হওয়া উচিত। এদিন রিয়ালিটি শো নিয়েও কথা বলেন জিৎ। শিল্পীর জানান, এমন শিল্পীরা সহজেই পরিচিতি পেয়ে যাচ্ছেন। কিন্তু তাঁরা ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ নিয়ে সচেতন নন।
জিতের বক্তব্য, কোনও এক জন্মদিনের পার্টিকে কেউ পারফর্ম করলে পারিশ্রমিক পান। কিন্তু সেই পার্টিতেই জনপ্রিয় গান বাজানো হলে গানের স্রষ্টা কোনও পারিশ্রমিক পান না। যে কোনও শিল্পীর পক্ষেই এটা অসম্মানের বলে মনে করেন শিল্পী। শিল্পীরা অনেকেই নিজেদের রয়্যালটি নিয়ে সচেতন বলেই মনে করেন জিৎ। এর পাশ্চাত্যে শিল্পীদের সচেতনতা বেশি। সেখানে এমন শিল্পীও রয়েছেন যাঁরা শুধু মাত্র রয়্যালটির সৌজন্যেই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন।