'ফ্যামিলি ম্যান' জিৎ, জীবনের মুহূর্ত ভাগ করেই জানালেন দিওয়ালির শুভেচ্ছা
ক্যাপশনে কী লিখলেন তারকা?
Tap to expand
আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' টলি সুপারস্টার জিৎ। কিছুদিন আগেই ছেলে রোনভের জন্মদিন সেলিব্রেট করেছিলেন। সেই ছবি শেয়ার করেই জানালেন দিওয়ালির শুভেচ্ছা।
Tap to expand
২০১১ সালে শিক্ষিকা মোহনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তান নবন্যার জন্ম হয়। রোনভের গত বছরের অক্টোবর মাসে।
Tap to expand
অক্টোবরেই ধুমধাম করে ছেলের জন্মদিন সেলিব্রেট করেছেন জিৎ। সেই সময় ছোট্ট ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, ছবি কয়েকদিন পরেই পাওয়া যাবে।
Tap to expand
দিওয়ালির থেকে ভালো উপলক্ষ্য আর কীই বা হতে পারে! পরিবারের সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন জিৎ।
Tap to expand
'আমাদের সবার তরফ থেকে আপনাদের ধনতেরাস আর দিওয়ালির অনেক শুভেচ্ছা', ক্যাপশনে এই কথাই লিখেছেন জিৎ। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 12:21 PM Oct 30, 2024Updated: 12:21 PM Oct 30, 2024
ক্যাপশনে কী লিখলেন তারকা?