সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৬ থেকে ২০২২। ৩৬ বছরের খরা মিটিয়ে আর্জেন্টিনাকে (Argentina) এনে দিয়েছিলেন বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ‘আইকন’ দিয়েগো মারাদোনার (Diego Maradona) মাইলস্টোন স্পর্শ করে স্বপ্নপূরণ হয়েছিল তাঁর। ফ্রান্সের (France) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি মেগা ফাইনাল জিতে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল তাঁর নীল-সাদা বাহিনী। কাপযুদ্ধে খেলা এহেন আর্জান্টিনার মহাতারকার জার্সি এবার নিলামে উঠল। ভারতীয় মুদ্রায় সেই জার্সি দাম প্রায় ৬৫ কোটি টাকা! যা ফুটবলপ্রেমীদের চোখ কপালে তুলবেই।
লিগ পর্বের প্রথম ম্যাচ থেকে মেগা ফাইনাল, গত কাতার বিশ্বকাপে মোট ৬টি জার্সি গায়ে চাপিয়েছিলেন এল এম টেন। সবকটা জার্সিই নিলামে তোলা হয়েছিল। মেসির জার্সি বলে কথা। তাঁর জার্সি নিজেদের ক্যাবিনেটে রাখার জন্য ধনকুবেরদের ভিড় উপচে পড়ে।
[আরও পড়ুন: বলে চিপ লাগিয়েছে ভারত, তাই…! অজিদের বিরুদ্ধে ক্যাচ মিস করে কটাক্ষের মুখে পাক তারকারা]
এই নিলামের অন্যতম কর্তা ব্রাহাম ওয়াচার বলেন, “২০২২ সালে খেলার জগতে সেরা ইভেন্ট হল ফিফা বিশ্বকাপ। আর গত বিশ্বকাপের মান আরও বেড়েছিল মেসির জন্যই। প্রথম ম্যাচ থেকে একেবারে ফাইনাল পর্যন্ত মেসি দুরন্ত পারফরম্যান্স করেছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়েছে আর্জেন্টিনার বাকি ফুটবলাররা। এবং একইসঙ্গে মেসির লড়াকু মানসিকতায় মজে ছিল গোটা ফুটবল দুনিয়া। আর তাই মেসির জার্সি নিলামে তুলে তাঁকে সম্মান জানানো হল।”
অনেকেই মনে করেছিল মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে কাতার বিশ্বকাপের সময় মেসির পরা ৬টি জার্সি। অবশ্য যতটা আশা করা হয়েছিল, ততটা দাম উঠল না। মোট ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হল আর্জেন্টিনার অধিনায়কের ৬টি জার্সি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকা। সাউথবে-র তরফে যে দাম রাখা হয়েছিল, তার থেকে বেশি দামেই বিক্রি হয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ৪-২ ব্যবধানে জিতে কাপ হাতে তুলেছিলেন মেসি ও তাঁর সতীর্থরা। মাত্র চার দিনের মাথায় ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের এক বছর পূর্ণ হবে। এর আগে বড় সম্মান পেলেন এল এম টেন।