shono
Advertisement

আদালত অবমাননার অভিযোগ, রাজ্য পুলিশের ৩ পদস্থ আধিকারিককে শোকজ কলকাতা হাই কোর্টের

৩০ জুলাই আদালতে হাজিরার নির্দেশ তিন আধিকারিককে।
Posted: 01:01 PM Jun 30, 2022Updated: 01:04 PM Jun 30, 2022

সুনীপা চক্রবর্তী এবং গোবিন্দ রায়: রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য় পুলিশের ডিজি (WB Police DG) , ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপারকে (ASP) শোকজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শোকজের জবাব দিতে হবে পুলিশের তিন পদস্থ আধিকারিককে। হাজিরাও দিতে হবে আদালতে। বৃহস্পতিবার এমনই রুল জারি করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

গত বছৎ অন্য একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জানিয়েছিলেন, বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। রাজ্যের তরফে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। অথচ চলতি বছরের ৭ জানুয়ারি নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সময় আসতে বলে পুলিশ। এনিয়ে আদালতে মামলা হয়েছিল বলে অভিযোগ। রাজ্যে পুলিশের ডিজি, ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সরকারের নির্দেশে পুলিশ বিরোধী দলনেতার রাস্তা আটকেছিল বলে অভিযোগ।

[আরও পড়ুন: জন্ম থেকে নেই দু’হাত, পা দিয়েই ব্ল্যাকবোর্ডে ম্যাজিক দেখান প্রাথমিক শিক্ষক জগন্নাথ]

এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। ৩০ জুলাইয়ের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে হবে। ৩০ জুলাই তাঁদের হাজিরা দিতে হবে আদালতেও।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি নেতাইয়ে শহিদ দিবস ছিল। প্রতিবারই সেখানে যান শুভেন্দু অধিকারী। এবারও গিয়েছিলেন কিন্তু বিজেপির প্রতিনিধি হিসেবে। সেই সময় তৃণমূলের অনুষ্ঠান চলছিল সেখানে। তাই নিরাপত্তা খাতিরে তাঁকে অন্যসময় আসতে বলা হয়। পুলিশ তাঁর রাস্তা আটকেছিল বলে অভিযোগ। এবার সেই মামলায় শোকজ করা হল পুলিশ আধিকারিকদের।

[আরও পড়ুন: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া স্কুলশিক্ষা দপ্তর, FIR করতে পারবেন প্রধান শিক্ষকও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement