shono
Advertisement

‘পুলওয়ামার মতো হামলা হবে’, সোশাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে ঝাড়খণ্ডে আটক পড়ুয়া

এফআইআর দায়ের করে পুলিশ জেরা করছে পড়ুয়াকে।
Posted: 01:49 PM Dec 27, 2023Updated: 01:52 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুব শিগগির পুলওয়ামার মতো হামলা হবে।’ গতকাল সোশাল মিডিয়ায় (Social Media) এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঝাড়খণ্ডে (Jharkhand)। নড়চড়ে বসে প্রশাসন। সমাজমাধ্যমে হামলার হুমকি দেওয়া পড়ুয়াকে আটক করেছে পুলিশ। হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে তাকে।

Advertisement

পড়ুয়ার ওই পোস্টের ঘটনায় একটি এফআইআরও (FIR) দায়ের করেছে পুলিশ। কেন এমন পোস্ট করল পড়ুয়া, তা জানতে জেরা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা হয়। ওই হামলার জেরে মৃত্যু হয়েছিল ৪০ জন জওয়ানের। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশের হামলার দায় স্বীকার করে। পালটা পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা।

 

[আরও পড়ুন: নতুন বছরে রাজ্যে বাড়ল আরও তিনদিন ছুটি, এনআই অ্যাক্টের আওতায় সিদ্ধান্ত]

এদিকে জঙ্গিদের অতর্কিত হামলায় গত সপ্তাহে চার সেনা জওয়ানের মৃত্যু ঘিরে থমথমে উপত্যকা। তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরদিন, তিন স্থানীয় বাসিন্দার নিথর দেহ উদ্ধার ঘিরে। পরিবারের সদস‌্যদের অভিযোগ, তাঁদের মৃত্যু স্বাভাবিক নয়। সেনা-পুলিশ হেফাজতে অত‌্যাচারের কারণেই ওই তিন জন মারা গিয়েছেন। আহত আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়ংকর অভিযোগ কতটা সত‌্য, তা জানতে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে।  

 

[আরও পড়ুন: ‘চৈতন্যদেবের সফল উত্তরাধিকারী মমতা’, ব্রাত্য বসুর দাবিতে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement