shono
Advertisement

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ঝুলন গোস্বামী

৩৩ বছরের ঝুলন এই নিয়ে তিনবার আইসিসি-র বিচারে বিশ্বের সেরা বোলার নির্বাচিত হলেন৷ The post আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ঝুলন গোস্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Oct 28, 2016Updated: 03:29 PM Oct 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বাংলার কন্যা ঝুলন গোস্বামী আইসিসি-র বিচারে এখন দেশের সেরা বোলার৷ ৩৩ বছরের ঝুলন এই নিয়ে তিনবার আইসিসি-র বিচারে বিশ্বের সেরা বোলার নির্বাচিত হলেন৷ ওয়েস্ট ইন্ডিজের স্টিফানি টেলরকে পেরিয়ে এক নম্বরে উঠে এসেছেন ঝুলন৷

Advertisement

৭৩০ পয়েন্ট পেয়ে এক নম্বর বোলার হিসাবে তালিকায় উঠে এসেছেন ঝুলন৷ দু’বছর আগেও ঝুলন আইসিসি-র বিচারে সেরা ফাস্ট বোলার হিসাবে নির্বাচিত হয়েছিলেন৷ এমনকী, আইসিসি ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ও হয়েছিলেন৷ তাঁর নয়া সাফল্যের পর অনেকেই দেশের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটারদের তালিকায় ঝুলনের নাম সুপারিশ করছেন৷ তবে ঝুলন নিজে কী বলছেন? এক নম্বরে উঠে এসে তাঁর বক্তব্য, “তালিকার শীর্ষে উঠে এসে আমি খুবই আনন্দিত৷ তবে ভারতীয় মহিলা ক্রিকেট দল এক নম্বর হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না৷” তাঁর এই সাফল্যকে পরিবার, কোচ ও দলীয় সতীর্থদের উৎসর্গ করেছেন ঝুলন৷

The post আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ঝুলন গোস্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement