shono
Advertisement

ইন্ধিরা গান্ধীর মতোই শেখ হাসিনাকে হত্যার ছক

ষড়যন্ত্রের নেপথ্যে আইএসআই।
Posted: 08:18 PM Sep 25, 2017Updated: 02:48 PM Sep 25, 2017

সুকুমার সারকার, ঢাকাঃ বানচাল হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ছক। সূত্রের খবর, গত মাসে হাসিনাকে হত্যার চেষ্টা বিফল করে দেয় তাঁর বিশেষ দেহরক্ষী বাহিনী ও জঙ্গি দমন শাখার গোয়েন্দারা।

Advertisement

জানা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার ছক থেকেই প্রধানমন্ত্রী হাসিনাকে হত্যার ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করে জঙ্গিরা। অভিযোগ, ওই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জেএমবি।  তাদের মদত দিয়েছে পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই।  ২০০৯-এ ক্ষমতায় আসার পর এ নিয়ে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টা হয়েছে বলে খবর। সূত্রের খবর, আগস্টের ২৪ তারিখ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের।  ওই দিন ঢাকায় প্রধানমন্ত্রীর অফিসের চারপাশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার ছক কষে জঙ্গিরা।  ওই সুযোগেই নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে হাসিনাকে গুলি করার মতলব ছিল জঙ্গিদের।

[নিরাপত্তায় গলদ, জঙ্গিদের নাগালেই পাক পরমাণু বোমা]

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই জঙ্গিদের ফোনালাপে আড়ি  পেতেছিলেন ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা।  তখনই এই ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসে।  ষড়যন্ত্রে জড়িতদের নাম ও পরিচয় জেনে যান গোয়েন্দারা।  সময় ব্যয় না করে তৎপর হয় সন্ত্রাস দমন শাখা।  তড়িঘড়ি অফিসের মধ্যেই একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়।  তারপর শুরু হয় অভিযান।  একে একে সব ষড়যন্ত্রকারীদের পাকড়াও করে পুলিশ ও প্রধানমন্ত্রীর বিশেষ দেহরক্ষীরা।  তারপর তাঁকে অফিসে থেকে নিরাপদ আস্তানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১৯৭৫-এর ১৫ আগস্ট মাসেই হত্যা করা হয় ‘বঙ্গবন্ধু’ মুজিবর রহমান ও তাঁর পরিবারের ১২ জন সদস্যকে।  তাই আগস্ট মাসেই হাসিনাকে হত্যা করে বার্তা দিতে চেয়েছিল জঙ্গিরা।  তবে এই খবরের সত্যতা স্বীকার করেনি প্রধানমন্ত্রীর দপ্তর।  এমন কোনও ঘটনা ঘটেনি বলেই জানানো হয়েছে।

[দুর্গাপুজোর খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্যের উদ্যোগ বাংলাদেশি হিন্দুদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement