shono
Advertisement

ডিসেম্বর নয়, ফ্রি কল ও ইন্টারনেট মার্চ পর্যন্ত দিতে পারে জিও!

যদি এই কৌশল কার্যকর হয়, লাভবান হবেন উপভোক্তারাই৷
Posted: 10:15 PM Nov 27, 2016Updated: 04:45 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে আসা মাত্রই হইচই পড়ে গিয়েছিল৷ ফ্রিতে 4G স্পিডের নেট ও কলের সুবিধা পেতে দোকানে দোকানে লাইন দিয়েছিলেন মানুষ৷ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ফ্রিতে রিলায়েন্স ‘জিও’র এই পরিষেবা খুব শিগগিরিই বন্ধ হতে চলেছে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এ কড়া নিয়মের ফ্যাসাদে ডিসেম্বরের ৩ তারিখেই ফ্রি কল ও নেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে রিলায়েন্স৷

Advertisement

কিন্তু এখন শোনা যাচ্ছে অন্যকথা৷ সূত্রের খবর মানলে, আগামী বছরের মার্চ পর্যন্ত ফ্রি কল ও 4G স্পিডের নেট পরিষেবা পাবেন ‘জিও’ উপভোক্তারা৷ সম্প্রতি রিলায়েন্স ‘জিও’র স্ট্র্যাটেজি ও প্ল্যানিং হেড অংশুমান ঠাকুর জানান, ফ্রি-এর পরিষেবা দিলেও আমাদের কাছে প্রচুর নেটওয়ার্ক সমস্যার অভিযোগ এসেছে৷ এর প্রতিকারে সবরকম ব্যবস্থা আমরা করেছি৷ এই বিষয়টি ট্রাইকেও জানানো হয়েছে৷ যতদিন না আমরা ঠিকমতো পরিষেবা দিতে পারছি, ততদিন উপভোক্তাদের থেকে তার মূল্য নেওয়ার কোনও অধিকার আমাদের নেই৷

প্রসঙ্গত, ট্রাই-এর নিয়ম অনুযায়ী কোনও কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করার ৯০ দিন পর্যন্ত ফ্রি পরিষেবা প্রমোশনাল অফার হিসেবে দিতে পারে৷ তবে, এরপর সেই অফার তুলে নিতে হয়৷ শোনা যাচ্ছে, নিয়মের এই গেরো থেকে বের হতে নতুন কৌশল অবলম্বন করতে পারে ‘জিও’৷ নাম পরিবর্তন করে তারা উপভোক্তাদের দিতে পারেন একই পরিষেবা৷ যাতে নিয়মও লঙ্ঘন না হয়, আবার উপভোক্তারাও যাতে পেতে পারেন ফ্রি পরিষেবা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement