সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ২০ দিন ধরে ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। এ নিয়ে বিরোধীরা সরব হলেও তারকারা একেবারে চুপ। এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। কিন্তু তখন অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চন জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন। সেই ঘটনা তুলেই এবার শাহেনশাকে প্রতিবাদ জানানোর অনুরোধ করলেন এনসিপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ।
৮ বছর আগে, ২০১২ সালে পেট্রোলের দাম এক লাফে বেড়ে গিয়েছিল সাড়ে সাত টাকা। তখন এই দাম বৃদ্ধি নিয়ে একটি টুইট করেছিলেন অমিতাভ। একটি ব্যঙ্গাত্মক গল্প লিখেছিলেন তিনি টুইটারে। গল্পটি অনেকটা এরকম- পেট্রোলের দাম তখন ৭.৫ টাকা বেড়েছে। পাম্প অ্যাটেনডেন্ট এক ক্রেতাকে জিজ্ঞাসা করছেন, ‘কত টাকার দেব?’ উত্তরে সেই ক্রেতা জানান, ‘২-৪ টাকার তেল গাড়ির উপর স্প্রে করে দে ভাই।’
[ আরও পড়ুন: ‘কে রিয়া?’ ছেলের প্রাক্তন প্রেমিকাকে চেনেনই না সুশান্তের বাবা ]
অমিতাভের এই টুইটের কথা তুলেই আরও একবার অমিতাভকে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সরব হওয়ার আবেদন করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ। এখন পেট্রল এবং ডিজেলের দাম বাড়ার বিষয়ে এখন নীরব শাহেনশা। কোনও উচ্চবাচ্য করেননি তিনি। মন্ত্রী লিখেছেন, ‘আপনি কি পেট্রল পাম্পে গিয়ে জ্বালানি ভরেননি? নাকি আপনি বিলের দিকে তাকাননি? এটা আপনার আওয়াজ তোলার সময়। আশা করি আপনি পক্ষপাতী নন। ডিজেল ও পেট্রলের দাম শীর্ষে পর্যায়ে পৌঁছেছে। মুম্বইয়ের বাসিন্দারা কী করবে? গাড়ি চালাবে না গাড়ি জ্বালাবে?’
একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে লকডাউনের জের। জোড়া ফলায় দেশের মানুষের আর্থিক কষ্ট চরম সীমায় পৌঁছেছে। তাতেও নাকি ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের। প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এখানেও মুখে কুলুপ মোদি সরকারের। ফলে ক্ষোভপ্রকাশ করেছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে দাম কমাচ্ছে না কেন্দ্রীয় সরকার। শুধু মুনাফা লুঠ করার ছক কষছে।” শুধু কংগ্রেসই নয়, তৃণমূল কংগ্রেস-সহ আরও অনেক বিরোধী হল এই নিয়ে সরব হয়েছে।
[ আরও পড়ুন: নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণ, অভিমানে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা করণ জোহরের! ]
The post ‘জ্বালানির মূল্যবৃদ্ধিতে চুপ কেন?’ অমিতাভকে প্রতিবাদের আহ্বান মহারাষ্ট্রের মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.