shono
Advertisement

কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকারের

কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ The post কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 PM Jan 19, 2017Updated: 03:04 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশির দশকের শেষে সন্ত্রাসবাদীদের অত্যাচারে ঘরছাড়া কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কাশ্মীর প্রশাসন৷ বৃহস্পতিবার, এই মর্মে জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়৷ এদিন সংসদ চলাকালীন প্রশ্নত্তোর পর্বের পর প্রস্তাবটি পেশ করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী আব্দুল রেহমান ভীরি৷দলগত রাজনীতিকে এক পাশে সরিয়ে, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা হোক, বলে মন্তব্য করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ তিনি আরও বলেন যে, ২৭ বছর আগে উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিত ও শিখদের নির্বাসন খুবই দুর্ভাগ্যজনক৷ সময় এসেছে তাঁদের ফিরিয়ে আনার৷

Advertisement

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

আশির দশকের শেষে কাশ্মীরে চরম পর্যায়ে ওঠে সন্ত্রাসবাদী কার্যকলাপ৷ পৈশাচিক রূপ ধরে সাম্প্রদায়িকতা৷ পাক মদতপুষ্ট জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালায় কাশ্মীরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের লোকেদের উপর৷ পুরুষদের জোর করে ধর্মান্তরিত করা হয়৷বাধা দিলে করা হয় নির্বিচারে হত্যা৷ প্রাণ ও ধর্ম বাঁচাতে প্রায় ১ লক্ষ্ কাশ্মীরি পণ্ডিত নিজেদের ঘর ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন দিল্লি সহ অন্যান্য জায়গায়৷ যদিও কেন্দ্র সরকার বহুবার তাঁদের উপত্যকায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে| বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের ধমকানিতে তা বাস্তবে পরিণত হয়নি৷

সোনা জিতে তাক লাগাল কাশ্মীরের খুদে বক্সার

কাশ্মীরে বড় সাফল্য যৌথবাহিনীর, নিকেশ কুখ্যাত জঙ্গি

The post কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement