নন্দন দত্ত ও অর্ণব আইচ: এবার বীরভূম থেকে এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ (STF)। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতের উপর নজরদারি চলছিল। বৃহস্পতিবার সন্ধেয় অবশেষে গ্রেপ্তার করা হয় বছর ৫০ এর নাজিবুল্লাকে।
জানা গিয়েছে, খাগড়াকাণ্ডের পর থেকেই এসটিএফের নজরে ছিল বীরভূমের পাইকর থানা এলাকার কাবিলনগরের বাসিন্দা নাজিবুল্লা। তাকে নোটিসও দেওয়া হয়েছিল। মাস খানেক আগে এসটিএফের তরফে যোগাযোগ করা হয় পাইকর থানার সঙ্গে। জানানো হয়, সাকিব আলি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে নাজিবুল্লার। সেখান থেকে দেশবিরোধী নানা প্রচারের অভিযোগও ওঠে ধৃতের বিরুদ্ধে। পাইকর থানাকে নির্দেশ দেওয়া হয়, নাজিবুল্লার আচরণের উপর নজর রাখতে। এরপর বৃহ্স্পতিবার বীরভূমের কাবিলনগরে পৌঁছয় এসটিএফের আধিকারিকরা। গ্রেপ্তার করে সন্দেহভাজন ওই ব্যক্তিকে। গ্রেপ্তারির পাশাপাশি একটি ল্যাপটপ, কম্পিউটার, সিপিইউ-সহ বেশ কয়েকটি ইলেকট্রনিক গেজেট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
[আরও পড়ুন:ডাইনি সন্দেহে প্রবীণকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, জখম হয়ে হাসপাতালে দুই মহিলা]
এলাকা থেকে জেএমজি সন্দেহে ব্যক্তির গ্রেপ্তারির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ছাপাখানা লাগোয়া ছোট্ট চায়ের দোকানের মালিক নাজিবুল্লা, যার সঙ্গে দিনরাত দেখা হত এলাকার মানুষের, সে জঙ্গি কার্যকলাপে জড়িত তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা।