সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দেশবিরোধী মন্তব্যে জড়াল জেএনইউ’র নাম৷ এবার বিতর্কের সূত্রধর কোনও পড়ুয়া নন, এক অধ্যাপক, নিবেদিতা মেনন৷ কাশ্মীর কোনও কালেই ভারতের অংশ ছিল না৷ ভারত অবৈধভাবে তাকে নিজের দখলে রেখেছে৷ যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ে (JNVU) বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করার অভিযোগ উঠল জেএনইউ’র মহিলা অধ্যাপকের বিরুদ্ধে৷
(পাঞ্জাব-গোয়ায় শুরু নির্বাচন, যুবপ্রজন্মকে দেদার ভোটদানের আর্জি মোদির)
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কাছে অভিযোগ দায়ের হয়েছে, জেএনভিইউ’র সহকারী অধ্যাপক রাজশ্রী রাণাওয়াতের বিরুদ্ধেও৷ তিনিই ওই সেমিনারে নিবেদিতা মেননকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন৷ অভিযোগ, কাশ্মীর বিশেষজ্ঞ হিসেবে নাকি সেমিনারে নিবেদিতার পরিচয় দিয়েছিলেন রাজশ্রী৷ যেখানে নিবেদিতা এই বিতর্কিত মন্তব্য করেন৷ দেশের গণতন্ত্রর বিরুদ্ধেও সেমিনারে মন্তব্য করেছেন জেএনইউ’র অধ্যাপক৷ ভারত যদি গণতান্ত্রিক দেশই হয়, তাহলে সমালোচনা করার জন্য হাজতবাস কেন করতে হয়? সেমিনারে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মেনন, তিনি বলেন ভারতীয় সেনা দেশের জন্য নয় নিজেদের বাঁচার রসদ জোগাতেই কাজ করে৷
(কীভাবে সীমান্তের ওপারে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা?)
মেননের বক্তব্যের পরই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকরা৷ এই বিষয়ে জেএনইউ অধ্যাপককে পরে প্রশ্ন করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন৷ বলেন তাঁর মন্তব্য বিকৃত করা হচ্ছে৷ তিনি দেশের নয় উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলেছেন৷ সহকারী অধ্যাপক রাজশ্রীর প্রতিক্রিয়া অবশ্য এখনও মেলেনি৷ তবে তাঁর এক সহকর্মী ও জেএনভিইউ’র অধ্যাপক সতীশ হরিতের সাফাই, রাজশ্রী শুধুমাত্র অভিজ্ঞ অধ্যাপক হিসেবে নিবেদিতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ তাঁর মন্তব্যের কোনও দায় রাজশ্রীর নেই৷
(গোধরা কাণ্ডে বেকসুর খালাস ২৮ অভিযুক্ত)
The post অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে ভারত, অধ্যাপকের মন্তব্যে বিতর্কের ঝড় appeared first on Sangbad Pratidin.