shono
Advertisement

Breaking News

OMG! মেয়েদের পোশাকে নাচছেন ডার্বির নায়ক জবি, ভাইরাল ভিডিও

ইস্টবেঙ্গল স্ট্রাইকারের এই ভিডিওটি দেখলে হাসি চাপতে পারবেন না। The post OMG! মেয়েদের পোশাকে নাচছেন ডার্বির নায়ক জবি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Dec 17, 2018Updated: 07:38 PM Dec 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বিতে ম্যাচের সেরা যদি হন রালতে তবে নেপথ্য নায়ক কিন্তু বলতেই হবে জবি জাস্টিনকে। কেরলের এই স্ট্রাইকার মোহনবাগানের ডিফেন্ডারদের এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেননি। অবিশ্বাস্য ভলিতে গোল করেছেন। গোল করিয়েছেনও। প্রতি মুহূর্তে তাঁর শারীরিক সক্ষমতা আর ক্ষিপ্রতা কিমকিমা, অভিষেকদের রক্তচাপ বাড়িয়েছিল গোটা ম্যাচে। কিন্তু এহেন জবি জাস্টিন কিনা নাচছেন মহিলাদের পোশাক পরে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি ভাইরাল হয়েছে।

Advertisement

 [দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়, পারথ টেস্টে হারের মুখে ভারত]

জনৈক নেটিজেনের ফেসবুকে করা একটি পোস্ট ঘিরে এখন হাসির রোল সোশ্যাল সাইটগুলিতে। দেখা যাচ্ছে ভিডিওটিতে ইস্টবেঙ্গলের দোর্দণ্ডপ্রতাপ স্ট্রাইকার মহিলাদের মতো পোশাক পরেছেন। তাঁর পরনে একটি স্কার্ট এবং টপ। পোশাকের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর পেটের ট্যাটু। নাচের মাধ্যমে তিনি অশ্লীল অঙ্গভঙ্গিও করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি জনপ্রিয় আইটেম নম্বর। তবে কী ডার্বির উচ্ছ্বাস নতুনভাবে সেলিব্রেট করছেন জবি? সমর্থকদের একাংশ কিন্তু সেকথাই বলছেন। ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি দেখতে জবিরই মতো। এমনকী জবির মতোই ট্যাটু রয়েছে ওই ব্যক্তির।এই ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য জবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সংবাদ প্রতিদিনের তরফে। তিনি জানিয়েছেন এই ভিডিওটি তাঁরা শুট করেছেন। তবে, এটা দীর্ঘদিনের পুরনো একটি ভিডিও।

[ডার্বিতে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনবাগানের]

মাঠের বাইরের এই বিতর্ক এড়িয়ে প্রাক্তনীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার। অনেক প্রাক্তন ফুটবলারই জবিকে ভারতীয় ফুটবলের পরবর্তী স্ট্রাইকার হিসেবে দেখছেন। কোচ আলেজান্দ্রোও সওয়াল করেছেন জবির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে।

The post OMG! মেয়েদের পোশাকে নাচছেন ডার্বির নায়ক জবি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement