সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল। এদিন বেলা দু’টো নাগাদ সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত। এবার জয়েন্টের রেজাল্টে মূলত কলকাতার ছাত্র-ছাত্রীদেরই জয়জয়কার। পরীক্ষায় প্রথম হয়েছেন যশবর্ধন দিদওয়ানিয়া। যশ রাজারহাট দিল্লি পাবলিক স্কুলের ছাত্র।
সাংবাদিক বৈঠকে প্রথম ১০ জনের মেধা তালিকা ঘোষণা করা হয়। জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং-এর সেই মেধা তালিকাটি রইল এই প্রতিবেদনে।
প্রথম – যশবর্ধন দিদওয়ানিয়া (দিল্লি পাবলিক স্কুল)
দ্বিতীয় – অভিষেক দত্ত (কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল)
তৃতীয় – অর্পণ কোঙার (বিধানচন্দ্র ইনস্টিটিউশন)
চতুর্থ – সৌণক নাথ (হেম শীলা মডেল স্কুল)
পঞ্চম – সমন্বয় সাধু (হেম শীলা মডেল স্কুল)
ষষ্ঠ – তমোঘ্ন ঘোষ (সাউথ পয়েন্ট হাই স্কুল)
সপ্তম – সুজয় ঘোষ (ডিএভি পাবলিক স্কুল, ধনবাদ)
অষ্টম – অর্কদেব সেনগুপ্ত (ডন বস্কো)
নবম – আকাশ মণ্ডল (ক্যালকাটা বয়েজ স্কুল)
দশম – ঐশিক পাঁজা (সাউথ পয়েন্ট হাই স্কুল)
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পিয়ালি মান্না| মেধা তালিকায় তাঁর নাম রয়েছে ৯১ নম্বরে।
আজ বিকেল ৪ টের সময় থেকে ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে সরাসরি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
The post জয়েন্টের মেধা তালিকায় কলকাতার জয়জয়কার appeared first on Sangbad Pratidin.