shono
Advertisement

মিলল রক্ষাকবচ, অভিষেকের শ্যালিকাকে জেরা করতে হবে কলকাতাতেই, ইডিকে নির্দেশ হাই কোর্টের

আগামী ৫ সেপ্টেম্বর ইডির কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে মেনকাকে।
Posted: 03:35 PM Aug 30, 2022Updated: 04:11 PM Aug 30, 2022

রাহুল রায়: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার আবেদনে সাড়া কলকাতা হাই কোর্টের। দিল্লি নয়, মেনকা গম্ভীরকে জেরা করতে হবে কলকাতায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জেরা করলেও আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। কয়লা পাচার মামলায় উচ্চ আদালতে কার্যত রক্ষাকবচ পেলেন অভিষেকের শ্যালিকা।

Advertisement

আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ইডির (Enforcement Directorate) কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে মেনকাকে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। 

[আরও পড়ুন: অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারকে ফাঁসানোর হুমকি! গ্রেপ্তার বর্ধমানের আইনজীবী]

মেনকার আবেদনের পালটা গোপনীয় নথির যুক্তি খাড়া করেছিল ইডির আইনজীবীও। দাবি করেছিলেন, নথি দিল্লি থেকে কলকাতা আনা যাবে না। আদালত জানিয়েছে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এদিন এই মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা মাথায় রেখেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি। 

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে দিল্লিতে ডেকেছিল ইডি। একাধিকবার সমন পাঠানো হয়। দিল্লিতে বারবার ডাকার পালটা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক এবং রুজিরা। সেখানে ধাক্কা খেলে সুপ্রিম কোর্টে যান তাঁরা। সেই সময় শীর্ষ আদালতে অভিষেক-রুজিরার আরজি গৃহীত হয়। জানিয়ে দেয়, দিল্লি নয়, কলকাতায় জেরা করতে হবে তাঁদের। এদিন সেই রায়কে মাথায় রেখেই মেনকা গম্ভীরের আরজিতে সায় দিল কলকাতা হাই কোর্ট। 

[আরও পড়ুন: ছেলেকে সামলাতে পারেন না, পুলিশকেও না! অমিত শাহকে তীব্র আক্রমণ অভিষেকের]

কয়লাপাচার মামলায় আগেই নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা অর্থাৎ রুজিরার বোন মেনকা গম্ভীরের। তাঁকে দিল্লিতে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ফের ইডির নজরে অভিষেকের শ্যালিকা। আগামী ৫ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement