shono
Advertisement

Breaking News

Jose Barreto

রোববার.ইন-এ মোহনবাগান কিংবদন্তি ব্যারোটোর 'আত্মকথা', ‘তোতাকাহিনি'তে মুগ্ধ পাঠক

‘তোতাকাহিনি’ মিস মানে বিরাট হারানো।  
Published By: Kishore GhoshPosted: 04:00 PM May 15, 2024Updated: 04:29 PM May 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোসে রামিরেজ ব্যারেটোকে (Jose Barreto) চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। বলা বাহুল্য তিনি ভারতীয় ফুটবলের অন্যতম রঙিন চরিত্র। অনেকেই মনে করেন মজিদ বাস্কার নয়, মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে 'সবুজ তোতা'ই ময়দানের শ্রেষ্ঠ বিদেশি ফুটবলার। সেই কিংবদন্তি যখন 'কলম ধরেন', তার চেয়ে আকর্ষণীয় কীই বা পারে। 'রোববার.ইন'-এ (robbar.In) ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে জোস ব্যারেটোর ‘তোতাকাহিনি’। কী আছে এই লেখায়?

Advertisement

সবুজ তোতাকে টুটু বসুর আদর।

 

[আরও পড়ুন: ক্লাবে বাড়ছে ক্ষোভ! লোকসভা নির্বাচনের পরই পদ হারাতে পারেন মহামেডান সচিব]

ব্যারোটোর ভাষায় এই লেখা 'ছিন্ন-বিচ্ছিন্ন আত্মকথা'। যার বিভিন্নে পর্বে উঠে আসছে ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহর থেকে কলকাতা ময়দান তথা মোহনবাগান অবধি যাত্রার আশ্চর্য উপাখ্যান। ব্যারেটো এবং মোহনবাগান ভক্তরা তো বটেই, আপনি যদি নিখাদ ফুটবলপ্রেমী হন তাহলেও ‘তোতাকাহিনি’ মিস মানে বিরাট হারানো।  

 

[আরও পড়ুন: সৌদিতে ফের ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর, লিগ চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল]

গোলের পর ঈশ্বরকে ধন্যবাদ মোহনবাগান কিংবদন্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রোববার.ইন'-এ ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে জোস ব্যারেটোর ‘তোতাকাহিনি’।
  • ব্যারোটোর ভাষায় এই লেখা 'ছিন্ন-বিচ্ছিন্ন আত্মকথা'।
Advertisement