shono
Advertisement

‘কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হবে’, সাংবাদিককে মারধরের পর হুমকি যুব সেনার

হামলার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই সাংবাদিক৷
Posted: 03:10 PM Feb 23, 2019Updated: 03:10 PM Feb 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা দেশ৷ বিভিন্ন প্রান্তে হিংসার শিকার হচ্ছেন বহু কাশ্মীরি৷ বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রদের উপর হামলার ঘটনা আগেও ঘটেছে৷ এবার ওই একই জায়গায় আক্রান্ত হিমাচল প্রদেশের বাসিন্দা এক সাংবাদিক৷

Advertisement

[পুলওয়ামা হামলার কিছুক্ষণ আগের ঘটনা প্রকাশ্যে, নেটদুনিয়ায় শহিদের শেষ ভিডিও]

জিরবান নাজির নামে ওই যুবক পুণেতে একটি সংবাদপত্রে কাজ করেন৷ গত বৃহস্পতিবার রাতে ওই সাংবাদিক তিলক রোডে বাইকে চড়ে যাচ্ছিলেন৷ ট্রাফিক সিগন্যালে বাইক থামান তিনি৷ বাইকে হিমাচল প্রদেশের নম্বর প্লেট দেখে ট্রাফিক সিগন্যালে আটকে থাকা বেশ কয়েকজন যুবক৷ তাঁরা প্রত্যেকেই নিজেদের মহারাষ্ট্র যুব সেনার কর্মী বলে পরিচয় দেয়৷ অভিযোগ, ওই যুবকেরা তাঁকে লক্ষ্য করে হুমকি দিতে থাকে৷ তারা বলে কাশ্মীর অথবা হিমাচল প্রদেশে পাঠিয়ে দেওয়া হবে নাজিরকে৷ কিন্তু আচমকা কেন এমন হুমকি দিচ্ছে যুবকেরা, একথা জানতে চাইলে নাজিরের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়৷ এখানেই শেষ নয়৷ সাংবাদিক পরিচয় দেওয়ায় ওই যুবকেরা নাজিরকে বেধড়ক মারধর করতে শুরু করে৷ মারধরের পর নাজিরের মোবাইল কেড়ে নেওয়া হয়৷ ভাঙচুর করা হয় নাজিরের বাইকেও৷ এরপর পুলিশের দ্বারস্থ হন ওই সাংবাদিক৷ পুলিশসূত্রে খবর, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আজহারউদ্দিন শেখ, দত্তাত্রেয় লাভাটে-সহ মোট চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, প্রত্যেকেই নিজের অপরাধ কবুল করেছে৷ এরপরই নিজের অভিযোগ প্রত্যাহার করেন ওই নিগৃহীত সাংবাদিক৷

[গারদে বিচ্ছিন্নতাবাদী নেতা, কাশ্মীরে পাঠানো হল ১০০ কোম্পানি আধা সেনা]

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সেনা কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি৷ জইশ-ই-মহম্মদের আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারান ভারতীয় সেনা জওয়ানরা৷ এই ঘটনার পর থেকেই চতুর্দিকে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা চলছে৷ হামলার ঘটনায় রীতিমতো বিস্মিত সাংবাদিক জিরবান নাজির৷ এই জঙ্গি হামলার সঙ্গে কী সম্পর্ক তাঁর, তা বুঝে উঠতে পারছেন না নিগৃহীত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement