shono
Advertisement
JP Nadda

'পাঁচ বস্তা টাকা এনে বিহারে ভোট কিনছেন নাড্ডা', বিস্ফোরক তেজস্বী

বুধবারই বিহারে তিনটি জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
Posted: 02:19 PM Apr 25, 2024Updated: 04:19 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রচার করতে পাঁচ বস্তা টাকা এনেছেন জে পি নাড্ডা। নির্বাচনের মুখে সেই টাকা বিহারের আমজনতার মধ্যে বিলিয়ে দিচ্ছে বিজেপি। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি, তোপ লালুপুত্রের। তাঁর এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই সর্বস্বান্ত, ৫ কোটি ২০ লক্ষ উধাও ব্যবসায়ীর!

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। প্রথম দফার পরে দ্বিতীয় দফাতেও ভোট হবে বিহারে। শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে বুধবার বিহারের তিনটি জায়গায় জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। চলতি নির্বাচনে এই প্রথমবার বিহারে গিয়ে সভা করেন নাড্ডা (JP Nadda)। তার পরেই বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তেজস্বী। আরজেডি নেতার কথায়, বিহারে টাকা ছড়াচ্ছে বিজেপি। ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

নাড্ডার সফর শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হন লালুপুত্র (Tejaswi Yadav)। সেখানেই বিস্ফোরক অভিযোগ এনে তিনি বলেন, "আমার কাছে খবর আছে, বেশ কয়েকটা ব্যাগ নিয়ে বিহারে এসেছিলেন নাড্ডা। অন্তত পাঁচ বস্তা টাকা ছিল তাঁর সঙ্গে। দ্বিতীয় দফায় যেখানে নির্বাচন রয়েছে, সেখানে এই টাকা বিতরণ করছে বিজেপি।" এখানেই শেষ নয়। তেজস্বী সাফ জানান, "আমার সমস্ত অভিযোগই সত্যি। চাইলে খতিয়ে দেখতে পারেন। দিল্লি থেকে পাঁচটি বস্তা নিয়ে এসেছেন নাড্ডা। তাঁকে সাহায্য করছে এজেন্সিগুলো।" তবে তেজস্বীর এই বিস্ফোরক অভিযোগের পালটা বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: খাস ইন্ডিয়া গেটের সামনে হত্যাকাণ্ড! এলোপাথাড়ি ছুরির কোপ আইসক্রিম বিক্রেতাকে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement