সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভুলের রেকর্ড বিজেপির! কখনও প্রতিপক্ষের নেতাদের নাম ভুল বলছেন পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতারা। তো কখনও আবার নিজের দলের প্রার্থীদেরই নাম ভুল বলছেন তাঁরা। বুধবারই পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda)। কিন্তু প্রার্থীর নাম বলতে গিয়ে হোঁচট খেলেন তিনি।
পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে নাড্ডা বললেন জ্যোতির্ময় মণ্ডল। জে পি নাড্ডা বলেন, "জ্যোতির্ময় মণ্ডলকে জেতালে সবার ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ হবে। প্রধানমন্ত্রী যোজনা থেকে সৌরচালিত বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাবে।" স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে তীব্র শোরগোল পড়েছে। তবে নাড্ডা একা নন, প্রার্থীর নাম ভুল বলেছিলেন অমিত শাহ-ও। বালুরঘাটে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রচারে গিয়ে তাঁর পদবি ভুল করেছিলেন শাহ।
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন! হাওড়া স্টেশন চত্বরে প্রেমিকের ছুরির ঘায়ে খুন দুই সন্তানের মা]
উল্লেখ্য, কুন্তল ঘোষ হয়ে গেলেন কুণাল ঘোষ। তাপস মণ্ডল হলেন তাপস পাল। দলপতি হয়ে গেলেন কুলপতি! বনগাঁর সভায় একের পর এক নামবিভ্রাট ঘটান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের তোপ দাগতে গিয়ে একের পর এমন নাম বলে বসলেন, যারা হয় বেঁচে নেই, নয় এই মামলায় জড়িত নন, নতুবা অস্তিত্বহীন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অনুব্রত মণ্ডল, এই কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস পাল, কে এক কুলপতি, এরা সব কেউ নিয়োগ দুর্নীতির মামলা, কেউ গরু পাচার মামলা, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন।” এর ২৪ ঘণ্টার মধ্যে দলের প্রার্থীর প্রচারে এসে তাঁর পদবিই বদলে দিলেন বিজেপি সভাপতি। যা দেখে রাজনৈতিক মহল প্রশ্ন করছে, বিজেপির হয়েছেটা কী?