সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে গুজরাট থেকে রাজ্যসভা পদের জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু হিমাচলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ বাকি কিছুদিন। তাই সোমবার রাজ্য়সভার সাংসদ পদ (হিমাচল) ছাড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
প্রকাশ্যে আসা চিঠিতে তিনি লিখেছেন, “হিমাচল প্রদেশের প্রতিনিধি রাজ্যসভার নির্বাচিত সদস্য জগৎপ্রকাশ নাড্ডা, রাজ্যসভায় তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”
[আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা, খেলতে পারবেন না তারকা ওপেনার]
বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে, আগামী এপ্রিল মাসেই তাঁর কার্যকাল ফুরোবে। এদিন হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি।