shono
Advertisement

Breaking News

কারও বাড়ি নয়, মালদহ সফরে মাঠে বসে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা

একনজরে দেখে নিন নাড্ডার সফরসূচি।
Posted: 03:14 PM Feb 05, 2021Updated: 03:33 PM Feb 05, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও বাবুল হক: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) বাংলা দখল করাই বিজেপির লক্ষ্য। তার আগে ফের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন তিনি। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি নেতার।

Advertisement

গত বছর জেপি নাড্ডার (J.P.Nadda) কনভয়ে হামলা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের সফরে তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার রাত ৮.৪০ নাগাদ দমদম বিমানবন্দরে তাঁর পৌছনোর কথা। রাতে হোটেল ওয়েস্টিনে থাকবেন। শনিবার সকাল ৯টা ১০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন নাড্ডা। রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে পৌঁছনোর পর ১১টা নাগাদ মালদহের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারে যাওয়ার কথা তাঁর। মিনিট ২০ সেখানে থাকবেন নাড্ডা। সাড়ে এগারোটা নাগাদ যাবেন সাহাপুর গ্রামে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথাবার্তার পর কৃষক সুরক্ষা সহভোজে অংশ নেবেন। এবার আর কারও বাড়ি নয়। কৃষকদের সঙ্গে গ্রামের মাঠে বসে খিচুড়ি খাবেন নাড্ডা। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগের জন্যই এ ধরনের কর্মসূচি রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ, বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

সাড়ে বারোটা নাগাদ ফোয়ারা মোড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত ৭৫০ মিটারের মতো রাস্তায় রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন নাড্ডা। বেলা ১টা ৫০ নাগাদ মালদহ বিমানবন্দরে পৌঁছবেন। নবদ্বীপের উদ্দেশে রওনা দেবেন। সেখানে চটির মাঠে রথযাত্রার (Rath Yatra) সূচনা করবেন নাড্ডা। সেই সমস্ত কর্মসূচি সেরে ৪টে ৪৫ নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সন্ধে ৬টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন নাড্ডা। ৭.৩৫ নাগাদ ফের দিল্লি পাড়ি দেওয়ার কথা। সাংবাদিক বৈঠকে এবার ঠিক কী বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতেই খুনের হুমকি, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার