shono
Advertisement

কৃষকদের ডাকা ভারত বন্‌ধের জের, পিছিয়ে গেল জে পি নাড্ডার রাজ্য সফর

কবে বঙ্গে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি?
Posted: 08:40 AM Dec 07, 2020Updated: 08:42 AM Dec 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের জের। পিছিয়ে গেল বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) বঙ্গ সফর। সূত্রের খবর, ৮ তারিখ তাঁর আসার কথা ছিল এ রাজ্যে। কিন্তু কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ওইদিন ভারত বন্‌ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কংগ্রেস, তৃণমূল-সহ ১৬ টি রাজনৈতিক দল তাকে সমর্থন জানিয়েছে। এ রাজ্যেও তার প্রভাব পড়ার সম্ভাবনা। তাই ওইদিন নাড্ডার সফর পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৮ তারিখের বদলে নাড্ডা কলকাতায় আসবেন ৯ তারিখ।

Advertisement

একুশে বাংলা দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় নেতাদের উপর সংগঠনের দায়িত্ব দিয়ে লড়াইয়ের ব্লু-প্রিন্ট ছকে দিয়েছেন অমিত শাহ। এখন থেকে মাসে একাধিকবার এ রাজ্যে দিল্লির বিজেপি (BJP) নেতাদের পা পড়বে। নভেম্বরে ২ দিনের রাজ্য সফর করে বিজেপি নেতৃত্বকে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

[আরও পড়ুন: নির্যাতিতাদের আইনি সাহায্য দেওয়ার উদ্যোগ, বঙ্গে ‘কবচ’ বানাল বিজেপির মহিলা মোর্চা]

এ মাসে আসছেন জে পি নাড্ডা। সূত্রের খবর, আগামী ৯ তারিখ তিনি পা রাখবেন বাংলায়। ১০ তারিখ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যবাসীর একেবারে হাতের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাসকদলের তরফে শুরু হয়েছে নতুন কর্মসূচি – ‘দুয়ারে সরকার’। এর পালটায় গেরুয়া শিবিরও নেমেছে শাসকদলের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ স্লোগান তুলে কর্মসূচি। জানা গিয়েছে, সর্বভারতীয় বিজেপি সভাপতি এবার কলকাতায় এসে বিভিন্ন কেন্দ্রে জনগণের মধ্যে দলীয় কর্মসূচি ‘আর নয় অন্যায়’-এর লিফলেট বিলি করবেন।

[আরও পড়ুন: রাস্তাজুড়ে লাল নিশান, ৯ বছর পর নায়কের মতো নিজের গড়ে ফিরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ]

সূত্রের আরও খবর, ৯ তারিখ রাজ্যে এসে তিনি প্রথম মমতা বন্দ্যোাপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে ঘুরবেন নাড্ডা। ১০ তারিখ যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে। আপাতত এই সূচিতে কোনও বদল হয়নি বলেই দলীয় সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার