shono
Advertisement

জ্ঞানবাপীতে ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া বিচারককে খুনের ‘হুমকি’, বাড়ানো হল নিরাপত্তা

হুমকি চিঠি পাঠিয়েছে 'ইসলামিক আগাজ মুভমেন্ট' নামের একটি সংগঠন।
Posted: 11:01 AM Jun 08, 2022Updated: 01:15 PM Jun 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi) ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন বিচারক রবি কুমার দিবাকর (Ravi Kumar Diwakar)। এবার ওই বিচারক খুনের হুমকি পেলেন। একটি ইসলামিক সংগঠন বিচারককে হাতে লেখা হুমকি চিঠি পাঠিয়েছে। ইতিমধ্যে চিঠির প্রতিলিপি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, ডিজি ও বারণসীর পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়েছেন বিচারক দিবাকর। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচারকের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার হুমকি চিঠিটি পান বিচারক দিবাকর। তাঁকে হত্যার হুমকি দিয়েছে ‘ইসলামিক আগাজ মুভমেন্ট’ নামে একটি সংগঠন। চিঠির নীচে স্বাক্ষর রয়েছে জনৈক কাশিফ আহমেদ সিদ্দিকের। চিঠিতে অভিযোগ করা হয়েছে, জ্ঞানবাপী মসজিদটিকে মন্দিরে পরিণত করার ষড়যন্ত্র করছেন বিচারক। লেখা হয়েছে, “আপনি বলেছেন ভিডিওগ্রাফি একটি সাধারণ প্রক্রিয়া। আপনি একজন মূর্তি উপাসক, আপনি মসজিদটিকে মন্দির পরিণত করবেন। কোনও মুসলিম একজন কাফেরের কাছ থেকে ন্যায় সঙ্গত বিচার আশা করে না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন।” 

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধি রুখতে ফের রেপো রেট বাড়াল RBI, বাড়তে পারে ঋণের সুদের হার]

গোটা বিষয়টি প্রশাসনকে জানানোর পরেই বিচারকের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৯ জন পুলিশকর্মীকে নিযুক্ত করা হয়েছে বিচারক দিবাকরের নিরাপত্তায়। তাঁদের মধ্যে সশস্ত্র পুলিশকর্মীও রয়েছেন। তাঁরা সব সময় বিচারকের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝে সম্পূর্ণ উলটো সুরে কথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বৃহস্পতিবার নাগপুরে আরএসএসের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, ”সমস্ত মসজিদে শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কী? রোজ রোজ নতুন করে বিতর্ক তোলা উচিত নয়। জ্ঞানবাপী নিয়ে আমাদের আলাদা ভক্তি থাকতেই পারে, তাই বলে সমস্ত মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব খুঁজে বেরিয়ে, জিগির তোলা অনুচিৎ।”

[আরও পড়ুন: ফের দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ হাজারের গণ্ডি, চিন্তা বাড়াল মহারাষ্ট্রের কোভিড গ্রাফ]

এদিকে বিজেপির (BJP) ঘৃণাভাষণের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়ছে দেশের। গেরুয়া শিবিরের দুই নেতা ও নেত্রী নবীনকুমার জিন্দাল ও নুপূর শর্মার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ফের হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইট করার অভিযোগ উঠেছে কানপুরের বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশে গ্রেপ্তার করেছে ওই নেতাকে। মুছে দেওয়া হয়েছে টুইটটিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement