shono
Advertisement

রাহানেকে নিয়ে কি লাভবান হল কেকেআর? মুখ খুললেন জুহি চাওলার মেয়ে

১ কোটি টাকায় ভারতীয় ওপেনারকে কেনে কলকাতার দল।
Posted: 05:32 PM Feb 14, 2022Updated: 06:55 PM Feb 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর মেগা নিলামের শুরুতেই নজর কেড়েছিল কেকেআরের ‘গোল টেবিল’। কারণ এবারই প্রথম দলের কর্ণধারদের উত্তরসূরিরাই ছিলেন ক্রিকেটার বাছাইয়ের দায়িত্বে। শাখরুখপুত্র আরিয়ান, মেয়ে সুহানার পাশাপাশি দেখা গেল জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহতাকেও। আর দু’দিন ধরে ১৯ ঘণ্টার ম্যারাথন মেগা নিলামের (IPL Auction 2022) শেষে নাইট শিবিরের ঘর গোছানো নিয়ে মুখ খুললেন জাহ্নবী।

Advertisement

নিলামের প্রথম দিনই মোটা অঙ্কের বিনিময়ে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) তুলে নিয়ে চমক দিয়েছিল কেকেআর। তারপরই ফিরিয়ে আনা হয় অজি তারকা প্যাট কামিন্সকে। এরপর লড়াই করেও একাধিক তারকা হাতছাড়া হয় নাইট শিবিরের। কিন্তু দ্বিতীয় দিন স্লগ ওভারে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তুলে নিতে সফল হয়েছে কিং খানের দল। নিলামে নাইট ফ্র্যাঞ্চাইজি যাঁদের বেছে নিয়েছে, তা নিয়ে বেশ সন্তুষ্ট দলের অন্যতম কর্ণধার জুহি চাওলার কন্যা। রবিবার অজিঙ্ক রাহানেকে ১ কোটি টাকায় কেনে কলকাতার দল (KKR)। জাহ্নবীর দাবি, অভিজ্ঞ এই ক্রিকেটারকে পেয়ে দল লাভবানই হয়েছে।

[আরও পড়ুন: IPL কেরিয়ার কি এখানেই শেষ রায়নার? নিলামে অবিক্রিত তারকাকে বিশেষ বার্তা দিল CSK]

জুহিকন্যা বলেন, “নিঃসন্দেহে একজন ভাল ক্রিকেটারকে পেলাম। নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুভমন গিল এখন আর আমাদের দলে নেই। তাঁর শূন্যস্থান পূরণ করতে পারবেন রাহানে।” শুধু তাই নয়, জাহ্নবী মনে করেন, দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকেও গাইড করতে পারবেন রাহানে। টপ অর্ডারে ভেঙ্কটেশের কী ভূমিকা পালন করা উচিত, সে পরামর্শও পাওয়া যাবে রাহানের থেকে।

আইপিএলে পুণে এবং রাজস্থান দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে (Ajinkya Rahane)। খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়েও। সেই রাহানেরই এবার সফর শুরু দু’বারের চ্যাম্পিয়ন কেকেআরের সঙ্গে। তবে কি নাইটদের নেতার ভূমিকাতেও দেখা যেতে পারে ভারতীয় ওপেনারকে? জাহ্নবী অবশ্য বলে দিচ্ছেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নেবে। এখনও কিছু ঠিক হয়নি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কেকেআর নেতার দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রেয়সই।

[আরও পড়ুন: ১৯ ঘণ্টার মেগা নিলামে বিক্রি হলেন ২০৪ ক্রিকেটার, দেখে নিন ১০ দলের পূর্ণাঙ্গ তালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement